thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

ইয়েমেনে ফের যুক্তরাষ্ট্রের বিমান হামলা

২০২৪ ডিসেম্বর ২২ ১০:০৯:৫০
ইয়েমেনে ফের যুক্তরাষ্ট্রের বিমান হামলা

দ্য রিপোর্ট ডেস্ক:ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতেনতুনকরে বিমান হামলাচালিয়েছেযুক্তরাষ্ট্র। শনিবার (২১ ডিসেম্বর)মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র স্টোরেজ এবং একটি ‘কমান্ড-এন্ড-কন্ট্রোল’ সেন্টারে হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে,এই হামলার লক্ষ্য ছিল ‘হুতিদের অভিযানকে ব্যাহত করা এবং অবনমিত করা’।

বিবৃতিতে আরো বলা হয়, হুতিরা দীর্ঘদিন ধরে লোহিত সাগর, বাব আল-মান্দেব এবং এডেন উপসাগরে মার্কিন নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণ করে আসছে। এর প্রতিক্রিয়ায় শনিবার সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে নতুন এইঅভিযান পরিচালনা করা হয়েছে।

গত সপ্তাহ থেকে হুতি এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা বৃদ্ধির মধ্যে মার্কিন হামলারহামলার ঘটনা ঘটলো।

ইসরায়েল বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রসহ হুতিদের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করেছে।

ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। হুতিরা ইসরায়েলের রাজধানীতেল আবিব লক্ষ্য করে‘আনসার আল্লাহ’ নামে একটি ক্ষেপণাস্ত্র হামলা উৎক্ষেপণের ইসরায়েলের পাল্টা প্রতিক্রিয়ায় ওই হামলা চালায়।

সর্বশেষ ঘটনায়শনিবার ভোররাতেহুতিরা বলেছে, তারা মধ্য ইসরায়েলেএকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ক্ষেপণাস্ত্রটি আটকাতে ব্যর্থ হয়েছে, যা জাফা এলাকায় পড়েছিল। স্থানীয় জরুরি পরিষেবা সংস্থাগুলোজানিয়েছে, এঘটনায় ১৬ জন ‘হালকা আহত’হয়েছে।

হুতিরা ইসরায়েলের দিকেড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধ করার জন্যমার্কিন মিত্র তেল আবিবকেচাপ দিচ্ছে। গাজায়মার্কিন সমর্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর ১৪ মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় ইতিমধ্যে৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

হুতিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটদিয়ে যাতায়াতকারী ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে যুক্ত জাহাজগুলোতেও হামলা অব্যাহত রেখেছে। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

লোহিত সাগরে হামলার প্রতিক্রিয়া হিসাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবেগত কয়েক মাস ধরে ইয়েমেনে হুতিদের লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করছে।

কয়েক মাস ধরে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য লোহিত সাগরে হামলার প্রতিক্রিয়া হিসাবে ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করছে।

২০১৪ সালের শেষের দিকে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজধানী সানা এবং কৌশলগত লোহিত সাগরের বন্দর শহর হোদেইদাহসহ উত্তর ইয়েমেনের বেশিরভাগ অংশ হুতি গোষ্ঠী নিয়ন্ত্রণ করে।

চলতি বছরের জানুয়ারি মাসে, যুক্তরাষ্ট্র হুতি গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা দিয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর