thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

চরমোনাই পিরের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

২০২৫ জানুয়ারি ২৭ ১৩:২৪:৫৮
চরমোনাই পিরের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

দ্য রিপোর্ট প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে আজ (সোমবার) দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১২টা ২০ মিনিটে এই দুই রাজনৈতিক শীর্ষ নেতার বৈঠক শুরু হয়েছে।

বেলা ১২টা ২০ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে চরমোনাই পিরের সঙ্গে এ বৈঠকে বসেন বিএনপি মহাসচিব।

এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর ১২টা ১৭ মিনিটে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে প্রবেশ করেন।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পির চরমোনাই’র সাথে আরও উপস্থিত আছেন, দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

এছাড়াও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম বৈঠকে উপস্থিত রয়েছেন।

চরমোনাই পিরের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাতের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির।

ধারণা করা হচ্ছে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এই দুই রাজনৈতিক নেতার মধ্যে আলোচনা হবে। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে এই দুই নেতার সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন কোন বার্তা দিতে যাচ্ছে।

এর আগে গত মঙ্গলবার বরিশালের চরমোনাই মাদ্রাসায় গিয়ে মুফতি সৈয়দ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে তারা যৌথ সংবাদ সম্মেলনও করেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর