thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

আশা ভোঁসলের নাতনির সঙ্গে প্রেম, যা বললেন সিরাজ

২০২৫ জানুয়ারি ২৭ ১৩:৩১:০১
আশা ভোঁসলের নাতনির সঙ্গে প্রেম, যা বললেন সিরাজ

দ্য রিপোর্ট ডেস্ক:ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছিল, জানাই ভোঁসলের সঙ্গে ডেটিংয়ে যাচ্ছেন মোহাম্মদ সিরাজ। কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলের নাতনি জানাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কটাও অনেকদিনের। তবে এমন খবর দারুণ এক উপায়ে উড়িয়ে দিয়েছেন মোহাম্মদ সিরাজ। জানাই জানিয়েছেন, তাদের সম্পর্ক স্রেফ ভাই ও বোনের।

সিরাজকে জানাই ভোঁসলের জন্মদিন উদযাপনে দেখা যাওয়ার পর থেকেই গুঞ্জনের শুরু। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে বেশ ঘনিষ্ঠ অবস্থাতেই দেখা গেছে দুজনকে। তাতেই ওঠে এই দুই জনের প্রেমের গুঞ্জন। সিরাজের অনেক সমর্থক জানাইকে ‘ভাবি’ বলেও ডাকা শুরু করে। তবে সব কিছু এক স্টোরিতেই হয়েছে খোলাশা।

দুজনকে নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন জানাই তার ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেছে। স্টোরিতে ভাইরাল হওয়া সেই ছবিটির সঙ্গে লিখে দেন, ‘মেরে পেয়ারে ভাইয়ে’। সেই পোস্টের স্কিনশট আবার স্টোরিতে দেন সিরাজ। তার ক্যাপশন আরও দারুণ। তিনি একটি গানের কয়েকটি লাইন তুলে দিয়ে বোঝান, ‘আরেহ আমরা তো ভাই-বোন, প্রেমিক-প্রেমিকা না।‘

দুজনের স্কিনশট নিয়ে সমর্থকদের হাস্যরসও ছড়িয়ে পড়ছে।

ভারতে রুপালি পর্দার অভিনেত্রীদের সঙ্গে ক্রিকেট তারকাদের প্রেম ও বিয়ের রীতিটা বেশ পুরনো। মনসুর আলি পটোদী-শর্মিলা ঠাকুর থেকে শুরু করে বিরাট কোহলি-আনুষ্কা শর্মাদের এক হতে দেখা গেছে। সম্প্রতি বিয়ের পিড়িতে বসেছেন লোকেশ রাহুল-আথিয়া শেট্টি। ঋশভ পান্তের সঙ্গে ঊর্বশীর প্রেমের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা ধোপে টেকেনি। এবারের সিরাজ-জানাইয়ের সম্পর্কেরও একটা গতি হলো!

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর