thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

ট্রাম্পের দাবি মেনে নিল কলম্বিয়া

২০২৫ জানুয়ারি ২৭ ১৩:৩২:০৬
ট্রাম্পের দাবি মেনে নিল কলম্বিয়া

দ্য রিপোর্ট ডেস্ক:মার্কিন সামরিক বাহিনীর উড়োজাহাজে করে কলম্বিয়ার অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের যে পরিকল্পনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কলম্বিয়া সরকারশেষ পর্যন্ত তা মেনে নিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

কোনো শর্ত ছাড়াই নির্বাসিত অভিবাসীদের গ্রহণ করতে রাজি হওয়ায় কলম্বিয়ার ওপর শুল্ক আরোপ করা হবে না বলেও জানিয়েছে হোয়াইট হাউজ।

বিবিসির খবরে বলা হয়েছে, রবিবার (২৬ জানুারি) কলম্বিয়ার প্রেসিডেন্টগুস্তাভো পেট্রো যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত অভিবাসীদের বহনকারী দুটি মার্কিন সামরিক বিমানকে দেশটিতে অবতরণেবাধা দেওয়ার পর,ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশশুল্ক আরোপের নির্দেশ দিয়েছিলেন।

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো জানিয়েছিলেন,কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রেচলে যাওয়া শরণার্থীদের তিনি দেশে ফিরিয়ে আনতে প্রস্তুত। কিন্তু তাদের সেনাবাহিনীর বিমান নয়, বেসামরিক বিমানে পাঠাতে হবে।তাদের সঙ্গে দুষ্কৃতকারীদের মতো ব্যবহার করা যাবে না।সোমবার (২৭ জানুয়ারি)হোয়াইট হাউজেরএক বিবৃতিতে বলা হয়েছে, কলম্বিয়া এখন কোনো শর্ত ছাড়াইমার্কিন সামরিক বিমানে আগত অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়েছে।

কলম্বিয়া বলেছে, তাদের নাগরিকদের মর্যাদা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালানো হবে।

রবিবার অভিবাসী দ্বন্দ্বে মার্কিন প্রেসিডেন্টও কলম্বিয়ার প্রেসিডেন্টের মধ্যে হুমকি-পাল্টা হুমকির ঘটনা ঘটে। কলম্বিয়া শেষ পর্যন্ত মাথা নত করায় এটিকেট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিজয় বলে মনে করছে হোয়াইট হাউজ।

কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পেট্রো ট্রাম্পের পদক্ষেপের নিন্দা জানিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মএক্স-এ একটি দীর্ঘ পোস্ট প্রকাশ করারকয়েক ঘণ্টা পরেই তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে‘অচলাবস্থা কাটিয়ে উঠেছে’।

পেট্রো এর আগেঅভিবাসী বহনকারী মার্কিন সামরিক বিমানকে অবতরণের অনুমতি দিতেঅস্বীকৃতি জানিয়েবলেছিলেন, অভিবাসীদের ‘মর্যাদা ও সম্মানের সাথে’ফিরিয়ে আনা উচিত।

এর জবাবেট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে কলম্বিয়ার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দিয়েছিলেন,যার মধ্যেশুল্ক ও ভিসা নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত ছিল।

এর প্রতিক্রিয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্টগুস্তাভো পেট্রোযুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন।

এক্স-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্যে করেপেট্রো বলেন, “আপনার নিষেধাজ্ঞাআমাকে ভয় দেখায় না। কারণ, কলম্বিয়াসৌন্দর্যের দেশ হওয়ার পাশাপাশি বিশ্বহৃদয়ে রয়েছে।”

কলম্বিয়ার প্রেসিডেন্ট তার পোস্টে একটিনিউজের ভিডিও জুড়ে দেন, যেখানে ব্রাজিলে পাঠানো অভিবাসীদের বিমান বন্দরের টারম্যাকে ডাণ্ডা-বেড়ি পরিহিত অবস্থায় হাঁটতে দেখা যায়।

পেট্রোর বক্তব্যে, “শরণার্থীরা দুষ্কৃতকারী নন।একজন মানুষের যে সম্মান প্রাপ্য, তাদের সাথে সেরকম সম্মানের সাথে আচরণ করতে হবে। যুক্তরাষ্ট্র সে কাজ করেনি, তা-ই আমি যুক্তরাষ্ট্রেরসেনাবাহিনীর বিমান ফেরত পাঠিয়ে দিয়েছি।”

বিবিসির খবর বলা হয়েছে, এরকয়েক ঘণ্টার মধ্যেউভয় পক্ষই বিরোধের সমাধান করেছে বলে মনে হচ্ছে। হোয়াইট হাউজজানিয়েছে, কলম্বিয়া ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সব দাবি’মেনে নিয়েছে।

হোয়াইট হাউজেরমতে, ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক আরোপের‘সম্পূর্ণরূপে খসড়া’করা রয়েছে। কলম্বিয়া যদি অভিবাসী প্রত্যাবর্তন চুক্তিচুক্তি মেনে না চলে তাহলে তা কার্যকর করা হবে।

ট্রাম্প কলম্বিয়ার নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা ওপণ্যের ক্ষেত্রে বাড়তি তল্লাশিওঘোষণা করেছিলেন।

হোয়াইট হাউজজানিয়েছে, কলম্বিয়াননির্বাসিতদের প্রথম বিমানটি সফলভাবে ফেরত না আসা পর্যন্ত নিষেধাজ্ঞাগুলোবহাল থাকবে।

কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তো মুরিলো বলেছেন, দেশটি নির্বাসিত হিসেবে ফিরে আসা কলম্বিয়ানদের গ্রহণ অব্যাহত রাখবে, তাদের নাগরিক হিসেবে উপযুক্ত পরিবেশের নিশ্চয়তা দেবে।

তিনি আরো বলেছেন,আজ সকালে কলম্বিয়ার যেসব নাগরিক প্রত্যাবাসন ফ্লাইটে দেশে পৌঁছাতে চান, তাদের সুবিধার্থে প্রেসিডেন্টের বিমান প্রস্তুত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য মুরিলো ওয়াশিংটন যাবেন।

শনিবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিবাসীদের ‘অপমানজনক আচরণ’করার অভিযোগ করেছিলব্রাজিল। যুক্তরাষ্ট্র একটিবেসামরিক বিমানে করে ব্রাজিলের নাগরিকদেরদেশে ফেরত পাঠানো সময় তাদের হাতকড়া পরিয়েছিল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর