thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি 25, ২৫ মাঘ ১৪৩১,  ৮ শাবান 1446

৩২ নম্বরে এখনও উৎসুক জনতার ভিড়

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১২:২৯:০২
৩২ নম্বরে এখনও উৎসুক জনতার ভিড়

দ্য রিপোর্ট প্রতিবেদক:পতিত সরকার প্রধান শেখ হাসিনার সক্রিয় রাজনীতিতে ফেরার উদ্দেশ্যে দেওয়া ভাষণকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার বাড়ি ভাঙার কাজ শুরু হওয়ার পর এরইমধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বাড়িটির অর্ধেকের বেশি অংশ। প্রায় দুই দিন অতিবাহিত হলেও এখনও ৩২ নম্বরে ভিড় করছে উৎসুক জনতা।

শুক্রবার সকালেও শেখ মুজিবের ৩২ নম্বরের বাড়িতে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। তাদের অনেকেই ভাঙা বাড়িটির ভেতরে ও আশপাশে ঘুরে দেখছেন। কেউ কেউ সেলফি তুলছেন। অনেকেই আবার বাড়ি থেকে কিছু জিনিসও সঙ্গে নিয়ে যাচ্ছেন।

এদিন সকালে গিয়ে দেখা গেছে, এখনও বাড়িটির কিছু অংশে কয়েকজন হাতুড়ি দিয়ে ভাঙচুর করছেন। একদল মানুষ করাত দিয়ে রড কাটছেন। আরেক দল সেই রড নিয়ে যাচ্ছেন। কাউকে বাড়িটির ইট নিয়ে যেতে দেখা গেছে। তবে কোনো ভারী যন্ত্র দিয়ে বাড়ি ভাঙতে দেখা যায়নি।

বাড়িটির আশপাশে সংবাদকর্মীদের ভিড়ও ছিল লক্ষণীয়। ৩২ নম্বর সড়ক দিয়ে যারা যাচ্ছেন, তাদের অনেকেই গাড়ির গতি কমিয়ে জানালা দিয়ে বাড়িটি দেখছেন। ছবি তুলছেন। গতকাল বাড়িটিতে গরু জবাই করে রান্নাও করা হয়েছে, সেখানেও অনেকের ভিড় দেখা গেছে।

এর আগে, গত বুধবার রাত ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত এক্সকাভেটর (খননযন্ত্র), ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ভাঙার কাজ বন্ধ থাকলেও দিনভর ওই বাড়ি ঘিরে ছিল বিক্ষুব্ধ ও উৎসুক জনতার ভিড়। পরে বিকেল সোয়া চারটার দিকে ওই বাড়ির সামনে একটি গরু জবাই করা হয়। ‘জুলাই ঐক্যজোট’ নামের একটি সংগঠন গরুটি জবাই করে।

এদিকে ভারতে অবস্থান করে দেশে শেখ হাসিনার রাজনৈতিক ভাষণকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। কুষ্টিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুব উল আলম হানিফের বাড়িতে হামলা হয়। এরপর গত দুই দিনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কমপক্ষে ৩৩টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের সদস্যদের অন্তত অর্ধশত ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। আওয়ামী লীগের আটটি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর