thereport24.com
ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি 25, ৯ ফাল্গুন ১৪৩১,  ২৩ শাবান 1446

‘তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা আগামীর বাংলাদেশ গড়বে’

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১২:৪৯:৫৭
‘তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা আগামীর বাংলাদেশ গড়বে’

দ্য রিপোর্ট প্রতিবেদক:জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‌‌‌‌‌‌‌‌‌‍‍‍‍‍‘‘আমরা বিশ্বাস করি ৪৭ থেকে ৫২ এবং ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা। আমাদের সবাইকে ২৪-এর স্পিরিটকে ধারণ করতে হবে। ৫২ ও ৭১ থেকে উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে। এটিই আমাদের আজকের শপথ।’’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‌‌‌‌‘‘মহান শহীদ দিবসে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, সেই ১৯৫২ সালে আমাদের পূর্বসূরিরা ভাষার জন্য রাজপথে নেমেছিলেন। তাদেরও বাধা দেওয়া হয়েছিল। কিন্তু, যৌক্তিক দাবিতে লড়াই করে রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা দাবি আদায় করে নিয়েছি। একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশের ছাত্র-জনতা আবার যখন রাজপথে নেমেছে, তখন আবারো আমাদের বাধা দেওয়া হয়েছে। আমাদের প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু, যৌক্তিক দাবিতে আমাদের পূর্বসূরিদের মতো আমরাও রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, স্বৈরাচারকে দেশ থেকে উৎখাত করেছি। খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছি।’’

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘‘আমরা বায়ান্ন সালে ভাষার দাবিতে লড়াই করেছিলাম। কিন্তু, বাংলাদেশে বর্তমানে অনেক ভাষা হারিয়ে যাচ্ছে। সরকারকে আহ্বান জানাব, বাংলাদেশের মাটিতে যতগুলো ভাষা রয়েছে, সব জাতিগোষ্ঠী এবং ভাষাগুলোকে সংরক্ষণ ও অধিকার দেওয়ার। শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য বাংলাদেশে যত দূতাবাস আছে, সেখানে বাংলা হাউজ কৃষ্টি-কালচার চালু করার। প্রত্যেকটি দেশে যদি আমরা বাংলা হাউজ চালু করতে পারি, বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারববাংলাদেশের মানুষের আশা,মনন সম্পর্কে। যেই ভাষার জন্য আমাদের ভাই-বোনেরা শহীদ হয়েছিল।’’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর