thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি 25, ১৪ ফাল্গুন ১৪৩১,  ২৬ শাবান 1446

"অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া"

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ০০:১৭:৪২

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। প্রধান দায়িত্ব হলো জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া। সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার। জনগণের প্রত্যাশা যত দ্রুত সম্ভব ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিবে। যত দ্রুত সম্ভব এই সরকার বিদায় নিবে জনগণ তত দ্রুত মুক্তি পাবে।

সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে মুন্সীগঞ্জ জেলাবিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের সমর্থিত কিছু গোষ্ঠীকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র করছে। তাদেরকে বুঝতে হবে গুরুত্ব কোনটা বেশি। স্থানীয় সরকার নয়, গুরুত্ব হচ্ছে জাতীয় সরকার। জাতীয় সংসদ সরকার প্রতিষ্ঠা করে। আমাদের প্রধান দাবি হচ্ছে- অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা।

তিনি বলেন, শেখ হাসিনা এই দেশে একটি সরকার প্রতিষ্ঠা করেছিল সরকার। এই সরকারের প্রধানমন্ত্রী নিজেরা দস্তখত করে সে তার দল আওয়ামী লীগকে ধ্বংস করেছে। মাঠে আওয়ামী লীগ নাই, এখন যদি নির্বাচন হয় জনগণের একমাত্র ভরসা হচ্ছে বিএনপি। কোনোদিন কোনো অন্তর্বর্তী সরকার দেশে সংস্কার কাজ শেষ করতে পারেনি আর পারেও না। জনগণের নির্বাচিত সরকার যেকোনো সংস্কার তারা সম্পাদন করতে পারে।

তিনি আরও বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষকে হতাশ করেছে। যারা আছে এবং দেশের কেউ বলতে পারবে না যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে। নিয়ন্ত্রণ করতে পারে নাই। পুলিশকে তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই, এখনো যে পরিমাণ পুলিশ দরকার সেই পরিমাণ পুলিশ বাংলাদেশে নাই। অতএব কোনো যুক্তি নাই যুক্তি একটাই জাতীয় সংসদ নির্বাচন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখনো কিন্তু আমরা ক্ষমতায় বসি নাই। অনেকে মনে করেন আমরা বোধ হয় ক্ষমতায় বসে গেছি। তাই আওয়ামী লীগ স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের অধীনে যেসব অপকর্মগুলো করেছে। অনেকে কিন্তু বর্তমানে সেই অপকর্ম করতে চায়। দয়া করে তা থেকে বিরত থাকুন। যাতে জনগণ আগামী নির্বাচনে বলতে না পারে আওয়ামী লীগ আগে জোর করে ক্ষমতা নিয়ে এসব দুষ্কর্ম করেছে। আপনার আবার করছেন, ক্ষমতায় আসলে আবার কি জানি করেন। এই কথা যেন কেউ বলতে না পারে।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপি মিজানুর রহমান সিনহার সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির (ঢাকা বিভাগ) এর সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম মৃধা, আব্দুল বাতেন খান শামীম, সিদ্দিক উল্লাহ ফরিদ, আমির হোসেন দোলন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন, যুবদল কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, মুন্সীগঞ্জ শহর বিএনপির আহ্বায়ক, ইরাদত মানু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা প্রমুখ।

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ উপস্থিত হন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর