thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি 25, ১৪ ফাল্গুন ১৪৩১,  ২৬ শাবান 1446

সিএসইতে যোগ দিলেন জামাল ইউসুফ

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ০০:২৫:০৯
সিএসইতে যোগ দিলেন জামাল ইউসুফ

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে (সিএসই) নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন জামাল ইউসুফ জুবেরী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সিএসইর পর্ষদ সভায় তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাকে সিএসইর স্বতন্ত্র পরিচালক হিসাবে নিয়োগ দেয়।

সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জামাল ইউসুফ জুবেরী একজন বিশিষ্ট পেশাজীবী। তিনি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রতিষ্ঠান ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডে (ডেলিভারি হিরো গ্রুপ ) ডিরেক্টর, ফাইন্যান্স হিসেবে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানটির অনলাইন ডেলিভারি কার্যক্রমের বৃদ্ধিতে এবং একই সাথে পাণ্ডামার্ট, ইত্যাদির কৌশলগত উৎকর্ষ বিষয়ক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে অবদান রেখেছেন। এছাড়াও সকল সংশ্লিষ্ট অঙ্গ প্রতিষ্ঠানের আর্থিক, আইনি এবং রেগুলেটরি কমপ্লায়েন্সের নিশ্চিতের কাজটিও দক্ষতার সাথে পালন করছেন।

এর আগে জামাল হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনে (এইচএসবিসি) ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। যেখানে তিনি মূলধনের দক্ষ ব্যবহার ,তারল্য এবং সুদের হারের ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে ব্যালেন্স সিটের টেকসই বৃদ্ধির জন্য কাজ করেছেন। এছাড়াও স্থানীয় মুদ্রা এবং বৈদেশিক মুদ্রার পাশাপাশি বৈদেশিক মুদ্রার ক্রিয়াকলাপের ফলে উদ্ভূত এফএক্স মূল্য ঝুঁকি এবং কর্পোরেট ক্লাইন্টদের জন্য বৈদেশিক মুদ্রা হেজিং বিষয়ক সমাধান কাঠামো তৈরিতে কাজ করেছেন।

তিনি ইউনিভার্সিটি অফ মেলবোর্ন-মেলবোর্ন বিজনেস স্কুল, আস্ট্রেলিয়া থেকে এমবিএ এবং ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। জামাল ২০০৩ থেকে একজন সার্টিফায়েড ফিনান্সিয়াল এনালিস্ট (সিএফএ) এবং একই সাথে তিনি সিএফএ ইনস্টিটিউট ও সিএফএ সোসাইটি বাংলাদেশ-এর সদস্য।

সিএসইর পরিচালনা পর্ষদের সভায় নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, “ফাইন্যান্স, মুদ্রা, আইনি কাঠামো বিষয়ক প্রাতিষ্ঠানিক দক্ষতা ও অভিজ্ঞতা যেকোনো প্রতিষ্ঠানের উন্নয়নে অপরিহার্য এবং জামাল ইউসুফের মতো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি পরিচালক হিসেবে নিয়োগের মাধ্যমে সিএসইর পরিচালনা পর্ষদ এবং সিএসই সামগ্রিকভাবে লাভবান হবে।”

তিনি বলেন, “বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমুখী অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে এই পরিচালনা পর্ষদ সবাইকে সাথে নিয়ে পুঁজিবাজার তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কাজ করবে।”

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর