thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি 25, ১৪ ফাল্গুন ১৪৩১,  ২৬ শাবান 1446

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ০০:২৬:৩০
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল

দ্য রিপোর্ট প্রতিবেদক: সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল হয়েছে। আজ সোমবার রাত ৯টায় ‘রামপুরা ছাত্র-জনতা’র ব্যানারে বনশ্রী এলাকায় জাতীয় নিরাপত্তা নিশ্চিতে শান্তিপূর্ণ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।

মিছিলকারীরা জানান, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিরাপত্তাহীনতা, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, মশাল মিছিলটি বনশ্রী এলাকার বি ব্লক থেকে শুরু হয়ে সি ব্লক, ডি ব্লক এলাকা প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা ছিনতাইকারীর ঠিকানা, বনশ্রীতে হবে না, আমার সোনার বাংলায়, চুরি-ডাকাতির ঠাঁই নাই, জ্বালো জ্বালো, আগুন জ্বালো— ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মিছিলকারীরা জানান, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিরাপত্তাহীনতা, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়েছে।

এর আগে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের ৭ নম্বর রোডে টার্গেট করে তিনটি মোটরসাইকেলে এসে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের (৪৩) পথরোধ করে তাঁর কাছে থাকা স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

পরে আহত অবস্থায় ব্যবসায়ী আনোয়ারকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি এখনো চিকিৎসাধীন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর