thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ 25, ২২ ফাল্গুন ১৪৩১,  ৬ রমজান 1446

ওয়ানডেতে মুশফিকের যত রেকর্ড

২০২৫ মার্চ ০৬ ১৪:৫৯:৩১
ওয়ানডেতে মুশফিকের যত রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক:২০০৬ সালের আগস্টে যাত্রা শুরু। সে যাত্রাটা থেমে গেল বুধবার রাতে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে মুশফিকুর রহিমের অধ্যায়টা এখন স্রেফ অতীত।

তবে ১৮ বছর ২০২ দিন দীর্ঘ এই ক্যারিয়ারে অর্জনের খাতাটা অবশ্য একেবারে মন্দ নয় তার। ২৭৪ ম্যাচে তিনি খেলেছেন বাংলাদেশের জার্সি গায়ে। তিনি বিদায় নিয়েছেন দলের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার খেলোয়াড় হিসেবে।

এখানেই শেষ নয়। ওয়ানডে ক্রিকেটে তিনি বাংলাদেশের জার্সি গায়ে করেছেন ৭৭৯৫ রান। দেশের হয়ে এই ফরম্যাটে যা দ্বিতীয় সর্বোচ্চ। তার ওপরে কেবল আছেন তামিম ইকবাল।

তার ওয়ানডে ক্যারিয়ারটা টিকে ছিল ১৮ বছর ২০২ দিন। এত দীর্ঘ ক্যারিয়ার বাংলাদেশের আর কারও ছিল না। বিশ্বক্রিকেটেও এত লম্বা ক্যারিয়ারের দেখা হরহামেশা মেলে না। তার চেয়ে লম্বা ক্যারিয়ার এমন ক্রিকেটারের সংখ্যা হাতে গুণে ৭ জন। নামগুলো দেখুন– শচীন টেন্ডুলকার, জাভেদ মিয়াঁদাদ, সনৎ জয়াসুরিয়া, অরবিন্দ ডি সিলভা, ক্রিস গেইল, শন উইলিয়ামস, শোয়েব মালিক। বুঝুন তাহলে রেকর্ডটার মাহাত্ম্য!

তিনি বিদায় নিয়েছেন ২৯৭টি ডিসমিসাল নামের পাশে নিয়ে। ওয়ানডের ইতিহাসে তার চেয়ে বেশি ডিসমিসাল আছে আর মোটে ৪ জনের। নামগুলো শুনুন আরও একবার– অ্যাডাম গিলক্রিস্ট, কুমার সাঙ্গাকারা, মার্ক বাউচার, মহেন্দ্র সিং ধোনি। পঞ্চম নামটা মুশফিকের। শীর্ষ পাঁচের ওই এলিট ক্লাবে আরও বেশ কিছু দিন হয়তো থাকবেন তিনি।

মুশফিকের সবশেষ ওয়ানডে সেঞ্চুরিটা এসেছিল ৩৫ বছর ৩১৫ দিন বয়সে। যা তখন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ড ছিল। ওহ হ্যাঁ! বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরিও সেটাই, ৫৯ বলে সেঞ্চুরিটা করেছিলেন মুশফিক।

সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ডটা সে বছর বিশ্বকাপে সেঞ্চুরি করে ভেঙেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, তবে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এখনও তার আছে, হয়তো থাকবে আরও বেশ অনেক দিন।

সেসব তো স্রেফ রেকর্ডের কথা। বাংলাদেশের ক্রিকেটকে মুশফিক এনে দিয়েছেন অজস্র স্মরণীয় মুহূর্ত। রেকর্ড মুছে গেলেও সেসব মুছবে না, থেকে যাবে স্মৃতির পাতায় অমলিন হয়ে।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর