thereport24.com
ঢাকা, শুক্রবার, ২১ মার্চ 25, ৭ চৈত্র ১৪৩১,  ২১ রমজান 1446

দুটি নতুন নিয়ম আনছে আইপিএল

২০২৫ মার্চ ২১ ১৫:৩২:৫৯
দুটি নতুন নিয়ম আনছে আইপিএল

দ্য রিপোর্ট ডেস্ক:নতুন নিয়ম মানেই পুরোনো নিয়ম ভাঙা। ক্রিকেটে নিয়ম ভাঙার খেলায় আইপিএল বেশ এগিয়ে। মাঠের ক্রিকেটকে আকর্ষণীয় ও সহজ করতে কয়েকটি উদ্ভাবনী নিয়ম আগেও নিয়েছে ভারতের অন্যতম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটি। এবার আসছে আরও দুই নতুন নিয়ম।

দুদিন আগে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই বসেছিল দলগুলোর অধিনায়ক নিয়ে। সেখানেই সিদ্ধান্ত আসে ম্যাচে এখন থেকে তিনটি বল ব্যবহার করা হবে। একই সঙ্গে অধিনায়কদের দেওয়া হয় স্বস্তির খবর। যতবার খুশি স্লো ওভার রেটের ফাঁদে পড়ুক, কোনো অধিনায়ক আর নিষেধাজ্ঞা শুনবে না। বরং শাস্তি হিসেবে জুটবে ডিমেরিট পয়েন্ট।

রোহিত-পান্ডিয়াদের স্বস্তির খবর বটে! গত আইপিএলে দেরিতে খেলা শেষ করায় এবার প্রথম ম্যাচ খেলতে পারবে না হার্দিক পান্ডিয়া। সেই বিষয়টি মাথায় রেখে আইপিএল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, তিন ম্যাচ স্লো ওভার রেটের ফাঁদে পড়ায় অধিনায়ক যে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেত—ওটা আর থাকবে না।

এরচেয়েও বড় আরেকটি স্বস্তির খবর দিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। প্রতিবেদনে তারা জানিয়েছে, শিশিরের কথা মাথায় রেখে এখন থেকে দুটি বলের পরিবর্তে তিনটি ব্যবহার করা হবে। কখন কিভাবে ব্যবহার হবে, তাও বলে দেওয়া হয়েছে। মূলত খেলাটি আরও আকর্ষণীয় করতেই এই দুই সিদ্ধান্ত।

আইপিএলে এবারের কয়েকটি ভেন্যুতে টস গুরুত্বপূর্ণ হবে। এপ্রিল ও মে মাসে রাতে কয়েকটি মাঠে প্রচুর কুয়াশা পড়বে। ওই সমস্যার সমাধান খুঁজতেই তিন বল ব্যবহারের পরিকল্পনা।

নিয়মটা আগের মতোই থাকছে। তবে একটু ঘুরিয়ে। দ্বিতীয় ইনিংসের ১১ তম ওভারে বল পরিবর্তন হবে। প্রথম ইনিংসের বলে ২০ ওভার খেলা হবে এবং দ্বিতীয় ইনিংসের প্রথম বলে খেলা হবে ১১ ওভার ও দ্বিতীয় বলে খেলা হবে ৯ ওভার। নতুন বল আনায় শিশিরের সমস্যা কেটে যাবে বলে বিশ্বাস বিসিসিআই ও অধিনায়কদের।

এক শিরোপা সামনে রেখে ১০ দলের লড়াই বসবে কাল। গ্রুপ পর্ব, কোয়ালিফায়ার ও ফাইনাল মিলিয়ে খেলা হবে মোট ৭৪টি ম্যাচ। ভেন্যু হিসেবে থাকছে ১৩টি মাঠ। ২২ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের পর্দা নামবে ২৫ মে।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর