thereport24.com
ঢাকা, সোমবার, ২৪ মার্চ 25, ১০ চৈত্র ১৪৩১,  ২৪ রমজান 1446

একসঙ্গে নাচলেন পরে শাহরুখকেই কাঁদালেন কোহলি

২০২৫ মার্চ ২৩ ১০:২২:২৩
একসঙ্গে নাচলেন পরে শাহরুখকেই কাঁদালেন কোহলি

দ্য রিপোর্ট ডেস্ক:আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগে মঞ্চে একসঙ্গে নেচেছেন শাহরুখ খান ও বিরাট কোহলি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আসর শুরু করায় বেশ উৎফুল্ল দেখা গেছে কলকাতা নাইট রাইডার্স মালিক বলিউড বাদশাহ শাহরুখ খানকে। তবে সেই হাসি পরে মিলিয়ে গেছে।

একসঙ্গে নাচা সেই বিরাট কোহলিই শেষমেশ কেড়ে নিয়েছেন শাহরুখের হাসি। কেকেআরের ১৭৪ রানের টার্গেট ২২ বল ও ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আসরের উদ্বোধনী ম্যাচে টস জিতে কেকেআরকে ব্যাটিংয়ে পাঠায় রজত পাতিদারের দল। শুরুতে ব্যাট করতে নেমে অধিনায়ক আজিঙ্কা রাহানের ৩১ বলে ৫৬ ও সুনীল নারাইনের ২৬ বলে ৪৪ রানে ভর করে নির্ধারিত ওভারে ৮ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৭৪ রানের পুঁজি দাঁড় করায় বেঙ্গালুরু।

জবাবে দারুণ শুরু পায় আরসিবি। ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলির জুটিতে ৯৫ রান জমা করে ফেলে দলটি। সল্ট ৩১ বলে ৫৬ রান করে সাজঘরে ফিরলেও শেষ পর্যন্ত উইকেটে থেকে দলের জয় নিশ্চিত করে আসেন কোহলি। মাঝে রজত খেলেন ১৬ বলে ৩৪ রানের ইনিংস। অন্যদিকে কোহলি অপরাজিত ছিলেন ৩৬ বলে ৫৬ রানে। ২৯ রান খরচায় ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন ক্রুনাল পান্ডিয়া।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর