thereport24.com
ঢাকা, বুধবার, ২ এপ্রিল 25, ১৯ চৈত্র ১৪৩১,  ৩ শাওয়াল 1446

কেউ ঢাকায় ফিরছেন আবার কেউ ছাড়ছেন

২০২৫ এপ্রিল ০২ ১২:০১:৫৩
কেউ ঢাকায় ফিরছেন আবার কেউ ছাড়ছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন লোকজন। অন্যদিকে, অনেকে আবার আজ ঢাকা ছাড়ছেন।

বুধবার (২ এপ্রিল) সকাল থেকেই ঢাকার অন্যতম প্রবেশপথ গুলিস্তান ও যাত্রাবাড়ী ঘুরে এ চিত্র দেখা গেছে।

ঈদযাত্রা নিয়ে একাধিক যাত্রী জানান, দীর্ঘ ছুটি থাকায় পরিবার নিয়ে সময় কাটাতে গ্রামের বাড়িতে ঘুরতে যাচ্ছেন। কেউ আবার ভোগান্তি এড়াতে আবার ঢাকায় ফিরছেন।

বাস টার্মিটালের বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিকরা বলেন, ঈদুল ফিতরের ছুটি দীর্ঘ হওয়ায় এখনও মানুষ ঢাকা ছাড়ছে। কেউ কেউ ঢাকায় ফিরছেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ বাড়বে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-বরিশাল, পটুয়াখালাী, ঝালকাঠী, পিরোজপুর, ঢাকা-খুলনা, যশোর রুটের বাসগুলো ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকা আসা দূরপাল্লার বাসগুলো, কেরানীগঞ্জ, পোস্তাঘোলা, ধোলাইপাড়া, যাত্রাবাড়ী, সায়েদাবাদে যাত্রী নামাচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে আসা বাসগুলো যাত্রীদের সাইনবোর্ড, মেডিকেল, রায়েরবাগ, শনিরআখড়া কাজলা, ডেমরা, কোনাপাড়া, জুরাইন, দোলাইপাড়সহ বিভিন্ন স্টপেজে যাত্রী নামছেন। বাড়তি ভাড়া দেওয়া ছাড়া ঢাকায় ফিরতে তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানান যাত্রীরা।

সপরিবারে গুলিস্তানে বাস থেকে নেমেছেন নুরুল ইসলাম। তিনি বলেন, “গ্রামে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে গিয়েছিলাম। একটি প্রাইভেট কোম্পানিতে বিপণন বিভাগে কাজ করি। বৃহস্পতিবার থেকে আমার অফিস খুলছে। তাই আজকেই চলে আসলাম। আসতে তেমন সমস্যা হয়নি। শুধু সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ২৫০ টাকা বেশি নিয়েছে।”

এদিকে, গুলিস্তান-যাত্রাবাড়ীতে বিভিন্ন বাসের কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে।
গুলিস্তানে আবিদ হোসেন নামের এক যাত্রী বলেন, “একটি বাসায় নিরাপত্তাকর্মীর কাজ করি। আজকে ছুটি পেলাম। পরিবারের সঙ্গে আনন্দ করতে বাড়ি যাচ্ছি। আজও বাড়তি ভাড়া নিচ্ছে।”

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর