thereport24.com
ঢাকা, বুধবার, ২ এপ্রিল 25, ১৯ চৈত্র ১৪৩১,  ৩ শাওয়াল 1446

প্রকাশ্যে বিএনপি নেতাকে কোপালেন যুবলীগের নেতাকর্মীরা

২০২৫ এপ্রিল ০২ ১২:০৫:১৯
প্রকাশ্যে বিএনপি নেতাকে কোপালেন যুবলীগের নেতাকর্মীরা

দ্য রিপোর্ট প্রতিবেদক:নোয়াখালীর সদর উপজেলায় বিএনপির এক নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১ এপ্রিল) প্রকাশ্যে দিনদুপুরে এ ঘটনা ঘটে।

হামলার শিকার বিএনপি নেতার নাম জাকির হোসেন আলো (৪৫)। তিনি উপজেলার নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের মনু বেপারী বাড়ির মনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার জেলা শহর থেকে বাড়ি ফিরছিলেন জাকির হোসেন। পথে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর ফিরিঙ্গি পোল এলাকায় যুবলীগের কয়েকজন নেতাকর্মী তার পথরোধ করে। পরে জাকির হোসেনকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসীম বলেন, ‘‘যুবলীগ নেতা পিয়াস ও বাবুর নেতৃত্বে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’’

এ বিষয়ে জানতে যুবলীগ নেতা পিয়াস ও বাবুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া যায়।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘‘এ ঘটনায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর