thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল 25, ২০ চৈত্র ১৪৩১,  ৪ শাওয়াল 1446

চার অঞ্চলে তাপপ্রবাহ, পঞ্চগড়ে এখনও শীতের কুয়াশা

২০২৫ এপ্রিল ০২ ১২:০৭:১৭
চার অঞ্চলে তাপপ্রবাহ, পঞ্চগড়ে এখনও শীতের কুয়াশা

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঋতুচক্রে শীত বিদায় নিলেও বসন্তেও রয়ে গেছে শীতের ছোঁয়া। দিনে গরম অনুভূত হলেও উত্তরের জেলা পঞ্চগড়ে রাতে রয়ে গেছে শীতের পরশ। চৈত্রের সকালেও এ জেলায় দেখা গেল পৌষের কুয়াশা।

আজ (বুধবার) সকাল ৬টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে শীতের এই পরশ থেকে গেলেও দেশের চার অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী পঞ্চগড়ের পাশের জেলা দিনাজপুরেই বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এ ছাড়া রাজশাহী বিভাগ, সৈয়দপুর এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে।

সকাল সাড়ে ৭টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার দর্জিপাড়াসহ বেশ কিছু এলাকায় দেখা যায় কুয়াশা জড়ানো প্রকৃতি। আকাশে দেখা গেছে মেঘও। চৈত্রের শৈষ সময়ে সকালে এমন কুয়াশা দেখে অবাক হচ্ছেন অনেকে।
স্থানীয়রা বলছেন, পৌষ-মাঘ চলে গেলেও আমাদের এলাকায় এখনও শীতের রেশ যায়নি। দিনের বেলায় গরম হলেও রাতে বেশ ঠান্ডা লাগে এখনো। রাত গভীর হলে শীতের কারণে আগের মতোই নিতে হচ্ছে কম্বল কিংবা লেপ। ভোর পর্যন্ত থাকে এই শীত।জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, সকালে মেঘলা আকাশ ও কুয়াশা দেখা গেছে। এ কারণে শীতের পরশ পাওয়া যাচ্ছে। জলবায়ুর পরিবর্তনের কারণে এ কুয়াশা পড়তে পারে।

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর