thereport24.com
ঢাকা, রবিবার, ২০ এপ্রিল 25, ৭ বৈশাখ ১৪৩২,  ২১ শাওয়াল 1446

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে যারা

২০২৫ এপ্রিল ২০ ১০:০৭:৩৫
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে যারা

দ্য রিপোর্ট ডেস্ক:দুই টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে। টস জিতে বাংলাদেশ ব‌্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেবাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সকাল ১০টায়। সরাসরি দেখা যাবে বিটিভিতে।

বাংলাদেশ একাদশ

বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার নিয়ে। নাহিদ রানার সঙ্গে আছেন খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। স্পিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গী তাইজুল ইসলাম।

একাদশে যারাসাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ

বেন কুরান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ভিক্টরনাইউচি।

মুখোমুখি লড়াই

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সব মিলিয়ে ১৮টি টেস্ট খেলেছে। তাতে শান্তরা জয় পেয়েছেন ৮টিতে আর হেরেছেন ৭টিতে। ৩টি ম্যাচ ড্র হয়েছে। সবশেষ ২০২০ সালে বাংলাদেশে এসেছিল জিম্বাবুয়ে। সেবার ধবলধোলাই হয় সফরকারীরা। এরপর ২০২১ সালে বাংলাদেশ জিম্বাবুয়েতে খেলতে যায়। সেবারও জয়ী দলের নাম বাংলাদেশ।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর