thereport24.com
ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল 25, ৯ বৈশাখ ১৪৩২,  ২৪ শাওয়াল 1446

১১২ রানের লিড নিয়ে দিন পার করল বাংলাদেশ

২০২৫ এপ্রিল ২৩ ০০:১২:১০
১১২ রানের লিড নিয়ে দিন পার করল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক:সকালের সেশন গেল বৃষ্টির পেটে। এরপর ব্যাটিংয়ে ভালো শুরু এলো মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে।

পরে ফিফটি তুলে দলকে বড় লিডের পথে নিয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির তৃতীয় দিন শেষে আজ নিজেদের দ্বিতীয় ইনিংসে৪ উইকেটে ১৯৪ রান তুলেছে বাংলাদেশ। স্বাগতিকদের লিড এখন ১১২ রানের।

গত দুই দিনও আকাশ ছিল মেঘলা, তবে আজকের মতো এত বৃষ্টি হয়নি। টানা বৃষ্টিতে মাঠ খেলার উপযোগী হতে সময় লেগে যায়। যে কারণে লাঞ্চের বিরতি দেন আম্পায়াররা। বিরতির পর মাঠ উপযোগী হওয়ায় দ্বিতীয় সেশন শুরু হয় সময়মতোই।

দ্বিতীয় সেশনের শুরুর দিকেই অবশ্য মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ। ভালো খেলতে থাকা এই ওপেনার ৬৫ বলে ৩৩ রান করে ফেরেন। এরপর জুটি গড়েন মুমিনুল ও শান্ত। তাদের ৬৫ রানের জুটিতেই লিডের মুখ দেখে বাংলাদেশ।

ছন্দে থাকা মুমিনুল ছুটছিলেন ফিফটির দিকেও। কিন্তু নিয়াশা মায়াবোর বাউন্সারে বিভ্রান্ত হয়ে ব্যাট ছোঁয়াতে গেলে বল ক্যাচে পরিণত হয়। তাতে শেষ হয় মুমিনুলের ৮৪ বলে ৪৭ রানের ইনিংস।

মুমিনুল বিদায় নিলেও দায়িত্ব নেন শান্ত। মাঝে ২০ বলে ৪ রান করে মুশফিকুর রহিম আউট হলে বিপর্যয়ের শঙ্কা দেখা দেয়। সেটিও জাকের আলীকে সঙ্গে নিয়ে সামাল দেন শান্ত। ১০৩ বলে ৬০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন শান্ত। ২১ রান নিয়ে তার সঙ্গে ব্যাট করছিলেন জাকের।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর