thereport24.com
ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল 25, ১৪ বৈশাখ ১৪৩২,  ২৮ শাওয়াল 1446

এবার চার ম্যাচ নিষিদ্ধ হৃদয়

২০২৫ এপ্রিল ২৭ ২০:১৮:১২
এবার চার ম্যাচ নিষিদ্ধ হৃদয়

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন হৃদয়। এর মধ্যে এক ম্যাচ শাস্তি ভোগের পরই মাঠে নামার সুযোগ পান তিনি। তামিম ইকবালদের চাপের মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হৃদয়ের আরেক ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর এক বছর পিছিয়ে দেয়।

তবে শনিবার (২৬ এপ্রিল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন মোহামেডানের এই ক্রিকেটার। ম্যাচের পর তাকে শুনানির জন্য ডাকা হলে সেখানেও হাজির হননি। এর ফলে একটি নতুন ডিমেরিট পয়েন্ট এবং ১০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

যেহেতু হৃদয় আগেই ৭ ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন, তাই নতুন করে শাস্তি পাওয়ার পর তার ডিমেরিট পয়েন্ট দাঁড়ায় ৮-এ। নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার ৮-১১ ডিমেরিট পয়েন্ট পেলে তাকে চার ম্যাচ নিষিদ্ধ করতে হবে।

রোববার (২৭ এপ্রিল) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং হৃদয়কে চিঠি দিয়ে চার ম্যাচ নিষিদ্ধের কথা জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করে সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা মোহামেডান ও হৃদয়কে চিঠির মাধ্যমে জানিয়েছি। সেখানে ম্যাচ রেফারির দেওয়া সর্বশেষ শাস্তি এবং আগের সাত ডিমেরিট পয়েন্ট মিলিয়ে চার ম্যাচের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে।’

এই নিষেধাজ্ঞার ফলে চলতি ডিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে পরিণত হওয়া আবাহনী-মোহামেডান দ্বৈরথে খেলার সুযোগ পাবেন না হৃদয়।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর