thereport24.com
ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল 25, ১৭ বৈশাখ ১৪৩২,  ২ জিলকদ  1446

পুঁজিবাজারে পতন, বৃষ্টিতে ভিজে বিনিয়োগকারীদের বিক্ষোভ

২০২৫ এপ্রিল ৩০ ১৭:৫০:৪৫
পুঁজিবাজারে পতন, বৃষ্টিতে ভিজে বিনিয়োগকারীদের বিক্ষোভ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩০ এপ্রিল) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এক কার্যদিবস বাদেই সপ্তাহ জুড়ে পুঁজিবাজার ছিল নিম্নমুখী।

এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

এদিকে, পুঁজিবাজারে ধারাবাহিক পতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা বুধবার দুপুরে বৃষ্টিতে ভিজে মতিঝিলের দিলকুশা এলাকায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

ডিএসই ও সিএসই সূত্র জানিয়েছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯১৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.৩৩ পয়েন্ট কমে ১ হাজার ৮২২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫৮টি কোম্পানির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত আছে ৬২টির।

এদিন ডিএসইতে মোট ৩২৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯১ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪২৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৯.৮৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৮০৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ৬.৬৬ পয়েন্ট বেড়ে ৮৯৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৪.৪৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৭৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২৩৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৮টি কোম্পানির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত আছে ২৯টির।

সিএসইতে ৪১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর