thereport24.com
ঢাকা, শনিবার, ৩ মে 25, ২০ বৈশাখ ১৪৩২,  ৫ জিলকদ  1446

বোর্ড পরিচালকদেরকে একহাত নিলেন তামিম

২০২৫ মে ০৩ ১৬:৫৯:৫৭
বোর্ড পরিচালকদেরকে একহাত নিলেন তামিম

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের ক্রিকেটের গভীর এক সংকট নিয়ে আবারও মুখ খুললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি আজ শনিবার হাজির হয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে বক্তৃতা দিতে গিয়ে তামিম কড়া ভাষায় সমালোচনা করলেন অনেক ক্রিকেট বোর্ড পরিচালকের, যারা নির্বাচিত হওয়ার পর নিজেদের জেলার প্রতি দায়িত্ব ভুলে যান।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এ ছাড়া জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামও উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।

তামিম বলেন, ‘আমার বিনীত অনুরোধ, জেলা বা বিভাগ থেকে যেন শুধুমাত্র তারাই নির্বাচিত হন, যাদের সত্যিকার অর্থে ক্রিকেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা এবং স্বপ্ন আছে। ক্রিকেটকে এগিয়ে নিতে যারা নিবেদিত প্রাণ, তারাই যেন বোর্ডে জায়গা পান।’

তিনি আরও যোগ করেন, ‘ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার? কারা আমাদের ডিসিশন মেকার? কারা আমাদের রিপ্রেজেন্ট করছে? যারা বোর্ড পরিচালক, তাদের স্বপ্ন কী আমাদের নিয়ে। তাদের ক্রিকেটিং আন্ডারস্ট্যান্ডিং কী আমাদের নিয়ে। এগুলো প্রতিটি জিনিস জড়িত থাকে বাংলাদেশের ভালো খেলা, জেতা, ভালো না খেলা, সবকিছুর সঙ্গে।’

এবারের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই অভিজ্ঞ ওপেনার সরাসরি তুলে ধরেন ঘরোয়া পর্যায়ে অব্যবস্থাপনার বাস্তব চিত্র। তিনি বলেন, ‘সম্প্রতি আমি কয়েকটি জেলা সফর করেছি, যেমন বরিশাল। সেখানে গিয়ে দেখলাম, একটা মানসম্মত ক্রিকেট লিগ পর্যন্ত হচ্ছে না। অবস্থা এমন যে, কোথাও ক্রিকেটই নেই বললেই চলে।’

তার অভিমত, জেলার ক্রিকেট উন্নয়নে অবদান যাদের শূন্য, তাদের ক্রিকেট বোর্ডে থাকারও যোগ্যতা বা অধিকার কিছুই নেই। তিনি বলেন, ‘ক্রিকেট আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। অন্যান্য খেলাকে সম্মান রেখেই বলছি—যদি এই খেলারই এমন দুরবস্থা হয়, তাহলে বোর্ডে থাকা সেইসব পরিচালকদের বোর্ডে থাকার অধিকার নেই, যারা নিজ এলাকার ক্রিকেটের উন্নয়নে কিছুই করছেন না।’

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর