thereport24.com
ঢাকা, শনিবার, ৩ মে 25, ২০ বৈশাখ ১৪৩২,  ৫ জিলকদ  1446

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আরও নিচে নামল বাংলাদেশ

২০২৫ মে ০৩ ১৭:০০:৫৮
টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আরও নিচে নামল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক:কুড়ি কুড়ির ক্রিকেটে ভালো যাচ্ছে না বাংলাদেশের সময়। ওয়েস্ট ইন্ডিজে তিনটি টি-টোয়েন্টি হেরে এসেছিলেন টাইগ্রেসরা। সিলেটে আয়ারল্যান্ডের কাছেও হয়েছিলেন হোয়াইটওয়াশ। সবশেষ ১১টি ম্যাচের সবকটিতেই হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। তাতেই র‌্যাংকিংয়ে খুঁইয়েছে অবস্থান।

গতকাল শুক্রবার র‌্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। নতুন তালিকায় বদল আসেনি শীর্ষ আট নম্বর পর্যন্ত দলে। তবে নয় নম্বরে থাকা বাংলাদেশ পিছিয়েছে এক ধাপ। জ্যোতিদের ১০ নম্বরে ঠেলে নয়ে উঠেছে আইরিশ মেয়েরা। দুই ধাপ এগিয়েছে থাইল্যান্ডের মেয়েরা।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, ২০২১ এর অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচের ৫০ শতাংশ এবং পরের সময়ের ম্যাচগুলোর ১০০ শতাংশ ধরে হিসেব কষা হয়েছে।

বর্তমানে জ্যোতিদের টি-টোয়েন্টি রেটিং পয়েন্ট ১৯২। বাংলাদেশের নিচে রয়েছে থাইল্যান্ড (১১), স্কটল্যান্ড (১২), পাপুয়া নিউ গিনি (১৩), জিম্বাবুয়ে (১৪) ও নেদারল্যান্ডস (১৫)। র‌্যাংকিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে ৯ নম্বরেই আছে বাংলাদেশ।

২০২৬ সালের জুন-জুলাইয়ে ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে ৫ জুলাই, লর্ডসে। ১২ দলের ২৪ দিনের লড়াইয়ে বসবে ৩৩ ম্যাচ। বাছাই পর্ব খেলে ইংল্যান্ড বিশ্বকাপে জায়গা করে নিতে হবে নিগার সুলতানা জ্যোতিদের।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর