thereport24.com
ঢাকা, রবিবার, ৪ মে 25, ২১ বৈশাখ ১৪৩২,  ৬ জিলকদ  1446

যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে

২০২৫ মে ০৪ ০৮:৫১:৫৮
যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে

দ্য রিপোর্ট প্রতিবেদক:দুপুর ১টার মধ্যে রাজশাহী, রংপুর সিলেটসহ দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৪ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া নদীবন্দরের জন্য সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

ওমর ফারুক বলেন, আজ দুপুর ১টার মধ্যে রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময় এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানান।

আবহাওয়া অধিদপ্তরের দৈনিক বুলেটিনের তথ্যমতে, শুক্রবার সর্বোচ্চ ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনী জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। সর্বোচ্চ ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীর বাঘাবাড়িতে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর