thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৬ মে 25, ২২ বৈশাখ ১৪৩২,  ৮ জিলকদ  1446

হজযাত্রীদের সকাল ৬টার মধ্যে হজক্যাম্পে পৌঁছানোর অনুরোধ ধর্ম মন্ত্রণাললের

২০২৫ মে ০৬ ০০:৫১:১৭
হজযাত্রীদের সকাল ৬টার মধ্যে হজক্যাম্পে পৌঁছানোর অনুরোধ ধর্ম মন্ত্রণাললের

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে যানজটের আশঙ্কায় মঙ্গলবার (৬ মে) হজযাত্রীদের সকাল ৬টার মধ্যে হজক্যাম্পে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সোমবার (৫ মে) রাতে হজ অফিস পরিচালক যুগ্ম সচিব মো. লোকমান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট হজ এজেন্সির স্বত্বাধিকারী/অংশীদার/পরিচালক/চেয়ারম্যানদেরর অবগতির জন্য জানানো যাচ্ছে যে মঙ্গলবার (৬ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রোডে ভিভিআইপি মুভমেন্ট থাকবে।

এতে রাস্তায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই যানজট সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যেসব হজযাত্রী নিম্নোক্ত হজ ফ্লাইটে সৌদি আরব যাবেন, সেসব হজযাত্রীকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে হজক্যাম্পে উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার ঢাকায় পৌঁছানোর কথা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে গুলশানের নিজ বাসভবন ফিরোজায় যাবেন খালেদা জিয়া।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর