thereport24.com
ঢাকা, বুধবার, ৭ মে 25, ২৩ বৈশাখ ১৪৩২,  ৯ জিলকদ  1446

১৭ বছর পর মাহবুব ভবনে ডা. জোবাইদা

২০২৫ মে ০৭ ০০:৩৮:৪৯
১৭ বছর পর মাহবুব ভবনে ডা. জোবাইদা

দ্য রিপোর্ট প্রতিবেদক: হাসপাতালে চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে সাক্ষাৎ শেষে ধানমন্ডিতে বাবার বাড়িতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। ১৭ বছর পর মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত ‘মাহবুব ভবন’-এ প্রবেশ করেন তিনি।

এসময় ডা. জোবাইদা রহমানের গাড়ির সঙ্গে আরও বেশ কয়েকটি গাড়ি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।

মা সৈয়দা ইকবাল মান্দ বানুর হাতে গড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাবার বাড়িতে ডা. জোবাইদা রহমানকে স্বাগত জানান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানায়, সন্ধ্যায় হাসপাতালে পৌঁছার পর তিনি মায়ের সঙ্গে সময় কাটান। পরে রাত সাড়ে ৯টার দিকে তিনি বাবার বাড়ি ধানমন্ডি ৫ নম্বর সড়কের মাহবুব ভবনে পৌঁছান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে রাতেই গুলশানের ফিরোজা ফিরে যান তিনি।

এর আগে, যুক্তরাজ্যে চিকিৎসা শেষে চার মাস পর মঙ্গলবার ১০টা ৪০ মিনিটে দেশে পৌঁছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে এসেছেন জোবাইদা রহমান। ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দর থেকে বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বের হয়। এ সময় নেতাকর্মীরা পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান।

জনসমাগমের উপচেপড়া ভিড়ের কারণে খালেদা জিয়ার গাড়িবহর এগিয়ে চলে ধীর গতিতে। দুপুর ১টা ২৫মিনিটে গাড়িবহর পৌঁছে যায় ফিরোজায়। সেখানে স্থায়ী কমিটির সদস্যদের পক্ষে থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিমানবন্দর থেকে বেলা সোয়া ১১টার দিকে তাকে বহনকারী গাড়ি ফিরোজায় পথে রওনা দেয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর