thereport24.com
ঢাকা, বুধবার, ৭ মে 25, ২৪ বৈশাখ ১৪৩২,  ৯ জিলকদ  1446

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে মিরাজ এখন দুইয়ে

২০২৫ মে ০৭ ১৫:১৫:০৫
অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে মিরাজ এখন দুইয়ে

দ্য রিপোর্ট ডেস্ক:আইসিসির সর্বশেষ টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের সঙ্গে শীর্ষে থাকা রবীন্দ্র জাদেজার ব্যবধান এখন মাত্র ৭৩ রেটিং পয়েন্ট।

সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ পারফর্ম করে এই মাইলফলক স্পর্শ করেছেন মিরাজ। সিরিজের দুই টেস্টে ব্যাট হাতে ১১৬ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৫ উইকেট। ফলে রেটিং বেড়ে এখন তার ৩২৭। এটিই তার ক্যারিয়ারসেরা।

চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাজিমাত করেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার। ব্যাট হাতে সাত নম্বরে নেমে তুলে নেন মূল্যবান শতক। আর বল হাতে নিয়ন্ত্রণ করেন ম্যাচের ভাগ্য। ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে তিন দিনেই জেতান সেই টেস্ট ম্যাচটি

শুধু অলরাউন্ডার তালিকাতেই নয়, মিরাজের উন্নতি হয়েছে ব্যাটিং ও বোলিং র‍্যাঙ্কিংয়েও। ব্যাটারদের তালিকায় তিনি লাফিয়ে উঠেছেন আট ধাপ, এখন তার অবস্থান ৫৫ নম্বরে। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর