thereport24.com
ঢাকা, সোমবার, ১২ মে 25, ২৯ বৈশাখ ১৪৩২,  ১৪ জিলকদ  1446

কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন পেলেই ব্যবস্থা:  সিইসি

২০২৫ মে ১২ ১৩:৫৬:৫৭
কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন পেলেই ব্যবস্থা:  সিইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণার পর দলটির নিবন্ধন বাতিল প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেন, সূর্য উঠে গেলে পরিষ্কার হবে।

সোমবার (১২ মে) নির্বাচন ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকার কর্তৃক দলটির কার্যক্রম নিষিদ্ধের গেজেটটি এখনো পাইনি। গেজেটটা আসেনি, তাই সিদ্ধান্ত নিতে পারিনি। অফিসিয়াল গেজেট না পেলে তো কিছু বলা যায় না।

প্রজ্ঞাপন হলে নিবন্ধন বাতিল সম্ভব কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, সেটা হলে বলতে পারব। আমরা এই দেশের জন্য কাজ করি... সূর্য উঠে গেলে পরিষ্কার হবে। প্রজ্ঞাপন হলে জানতে পারবেন।

অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন কমিশন বাংলাদেশেরই একটি প্রতিষ্ঠান, আমরা কনসার্ন, কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় নাগরিক কমিটির আন্দোলনের প্রেক্ষিতে গত ১০ মে সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সরকার কোনো দলকে নিষিদ্ধ করলে নির্বাচন কমিশনের (ইসি) তার নিবন্ধন বাতিল করার বাধ্যবাধকতা রয়েছে।

কোনো দলের নিবন্ধন বাতিল হলে সেই দলটি নিজের প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর থেকে এ পর্যন্ত ৫৫টি দলকে নিবন্ধন দিয়েছে ইসি। পরবর্তীতে আদালতের আদেশসহ বিভিন্ন কারণে বাংলাদেশে জামায়াতে ইসলামীসহ পাঁচটি দলের নিবন্ধন বাতিল করেছে সংস্থাটি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর