thereport24.com
ঢাকা, সোমবার, ১৯ মে 25, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২,  ২১ জিলকদ  1446

ম্যাচ কমানোর শর্তে পাকিস্তান সফরে যেতে রাজি লিটনরা

২০২৫ মে ১৯ ০০:২১:৪৭
ম্যাচ কমানোর শর্তে পাকিস্তান সফরে যেতে রাজি লিটনরা

দ্য রিপোর্ট প্রতিবেদক:পাকিস্তান সফরে সম্মতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের সদস্যরা। তবে পাঁচ ম্যাচের সিরিজ কমিয়ে তিন ম্যাচ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করেছে লিটন দাসের দল।

বিসিবির ক্রিকেট অপারেশন্স সূত্র রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল অবস্থান করছে আরব আমিরাতে।

সেখানে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। পাকিস্তান যাওয়ার বিষয়ে সকলে সম্মতি দিলেও সঙ্গে দিয়েছেন ম্যাচ কমানোর শর্তে।

ব্যস্ত সূচিতে নিজেদের ফিট রাখতে ক্রিকেটাররা এমন দাবি করেছেন। ২৫ মে থেকে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেটি ২৭ মে করা হয়। পাঁচ ম্যাচ শেষ হবে ৫ জুন। এরপর দেশে এসে আবার তিন সংস্করণের সিরিজ খেলতে উড়াল দিতে হবে শ্রীলঙ্কায়।

সবকিছু বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ কমানোর কথা বলেছেন বলে জানিয়েছে ক্রিকেট অপারেশন্স। রাইজিংবিডিকে সূত্রটি জানায়, “ক্রিকেটারদের পাকিস্তান যেতে কোনো সমস্যা নেই। কিন্তু তারা পাঁচ ম্যাচ কমিয়ে তিন ম্যাচে আনার কথা বলেছে। আমরা সে অনুযায়ী কাজ করছি।”

এদিকে আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজকে বাড়িয়ে তিন ম্যাচ করতে আমিরাত ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছে বিসিবি। ভ্রমণের ঝক্কি কমাতেই মূলত টিম ম্যানেজম্যান্টের পরামর্শে এমন আমিরাতকে এমন অনুরোধ করে বিসিবি।

ক্রিকেট অপারেশন্স সূত্র জানায়, আমিরাতের বিপক্ষে খেলে দেশে এসে আবার পাকিস্তানের জন্য বিমান ধরতে হবে। এসব ঝক্কি কমাতে বিসিবি অনুরোধ করেছে। তবে এখনো কোনো কিছুই নিশ্চিত না।

সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে আগামীকাল ১৯ মে, শারজাহতে। আমিরাত ক্রিকেট বোর্ড যদি সবুজ সিগন্যাল দেয় তাহলে দুই দিন বিরতি দিয়ে হতে পারে আরেকটি ম্যাচ। এরপর পাকিস্তানের উদ্দেশ্যে যাওয়ার চিন্তা রয়েছে দলের।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর