thereport24.com
ঢাকা, বুধবার, ২১ মে 25, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২,  ২৩ জিলকদ  1446

দেশে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

২০২৫ মে ২১ ১১:৫০:২৯
দেশে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

দ্য রিপোর্ট প্রতিবেদক:সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার (২১ মে) রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে বেশি বৃষ্টি হতে পারে। ঢাকাসহ অন্যান্য বিভাগেও থাকবে ঝড়বৃষ্টি। দিনের তাপমাত্রা কিছুটা কমবে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (২২ মে) সারা দেশের প্রায় সব বিভাগে দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা একটু বাড়বে।

শুক্রবার (২৩ মে) সপ্তাহের শেষ দিনে প্রায় একই ধাঁচের আবহাওয়া থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিভিন্ন স্থানে। তাপমাত্রা সামান্য বাড়বে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টির এই ধারাবাহিকতা আগামী সপ্তাহজুড়ে থাকতে পারে, বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর