thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে 25, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২,  ২৪ জিলকদ  1446

৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের

২০২৫ মে ২২ ১৯:০০:৩৯
৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের

দ্য রিপোর্ট প্রতিবেদক:৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা করেন।

তিনি বলেন, “সরকারের পদক্ষেপ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

ইশরাক বলেন, “জনস্বার্থ ও চলমান পরিস্থিতি বিবেচনায় আমরা ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত করছি। তবে এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, “আমাদের এই সিদ্ধান্ত দুর্বলতা নয় বরং কৌশলগত। জনগণের কষ্ট লাঘব এবং পরবর্তী কর্মপরিকল্পনার জন্য এই বিরতি নেওয়া হয়েছে।

জনভোগান্তির জন্য ক্ষমা চাইলেন ইশরাক

আন্দোলনের কারণে সৃষ্ট জনভোগান্তির জন্য ক্ষমা চেয়ে ইশরাক বলেন, “আমাদের এসব কর্মসূচির কারণে যে জনভোগান্তি সৃষ্টি হয়েছে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে জনগণ একদিন বুঝবে, আমরা কেন এ আন্দোলন করেছিলাম। আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি।”

তিনি আরো বলেন, “আজ আমাদের যে বিজয়, তার শতভাগ কৃতিত্ব বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এবং ঢাকাবাসীর।”

এর আগে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে বৃহস্পতিবার পর্যন্ত টানা ৮ দিন আন্দোলন করেন তার সমর্থকরা। এর মধ্যেই মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।

রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত। ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট।

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর