thereport24.com
ঢাকা, রবিবার, ২৫ মে 25, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২,  ২৭ জিলকদ  1446

পাকিস্তানে ভারত-সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত

২০২৫ মে ২৫ ২২:৩৫:০২
পাকিস্তানে ভারত-সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক:পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে তিনটি পৃথক অভিযানে ৯ জন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের মতে, ডেরা ইসমাইল খান জেলায় একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে চারজন সন্ত্রাসী নিহত হয়। এরপর টাংক জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে আরও দুই সন্ত্রাসী নিহত হয়।

তৃতীয় অভিযানটি চালানো হয় খাইবার জেলার বাঘ এলাকায়। সেখানে আরও তিন সন্ত্রাসী নিহত হয় বলে জানানো হয়েছে।

আইএসপিআর আরও জানায়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বড় পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে অঞ্চলটিতে নাশকতামূলক কার্যকলাপে জড়িত ছিল এবং তারা ভারত থেকে প্রত্যক্ষ সহায়তা পেত।

এছাড়া ওই এলাকাগুলোতে এখনো সন্ত্রাসীদের উপস্থিতির খবরে চিরুনি অভিযান চালানো হচ্ছে।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা ভারত-সমর্থিত সন্ত্রাসবাদের মূল উৎপাটনে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এসব সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে প্রশংসা জানান।

তিনি বলেন, ভারত-সমর্থিত চক্রের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের নির্মূল পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্ব ও তাৎক্ষণিক সাড়া দেওয়ার সক্ষমতা প্রমাণ করেছে।

তিনি দেশপ্রেমিক বাহিনীর সাহসিকতাকে ‘স্যালুট’ জানিয়ে বলেন, ‘প্রত্যেক পাকিস্তানিই তাদের সশস্ত্র বাহিনীর সাহস ও নিষ্ঠায় গর্ব বোধ করে’। সূত্র: জিও নিউজ ও সামা টিভি

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর