thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই 25, ২৫ আষাঢ় ১৪৩২,  ১৪ মহররম 1447

ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি

২০২৫ জুলাই ১০ ০০:২৬:৪৩
ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি

দ্য রিপোর্ট প্রতিবেদক:মহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকার পর শুক্রবার (১১ জুলাই) থেকে উন্নতি হতে পারে।

বুধবার (৯ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, দেশের উপকূলীয় ও পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে অতি-ভারী বৃষ্টিপাত হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজমান আছে এবং ওই অববাহিকায় আগামী একদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেনী জেলার মুহুরি ও সেলোনিয়া নদীর পানির সমতল বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী একদিনে নদীগুলোর পানির সমতল স্থিতিশীল থাকতে পারে ও ফেনী জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে, যা পরবর্তীতে হ্রাস পেয়ে বন্যা পরিস্থিতি উন্নতি লাভ করতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় হালদা নদীর পানির সমতল বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

পাউবো জানিয়েছে, বর্তমানে মহুরী নদীর পানি বিপৎসীমারা ৭৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাউবোর পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীতে ১১৯টি স্টেশনের মধ্যে পানির সমতল বেড়েছে ৭৯টিতে, কমেছে ৩১টিতে। এছাড়া অপরিবর্তিতআছে নয়টি স্টেশনের পানির সমতল, আর তথ্য পাওয়া যায়নি একটিতে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর