thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই 25, ২৫ আষাঢ় ১৪৩২,  ১৪ মহররম 1447

খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতকেও জবাবদিহি করতে হবে: নাহিদ

২০২৫ জুলাই ১০ ০০:৩২:২২
খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতকেও জবাবদিহি করতে হবে: নাহিদ

দ্য রিপোর্ট প্রতিবেদক:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছে। বিবিসির রিপোর্টে উঠে এসেছে- শেখ হাসিনা নিজেই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। সেই খুনি হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে। এজন্য ভারতকেও জবাবদিহি করতে হবে।

বুধবার দুপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে চুয়াডাঙ্গায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ হাসান চত্বরে এ পথসভা আয়োজিত হয়।

তিনি বলেন, ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। ভারত যদি বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায়; সেই সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। এটা যেন ভারত কোনোভাবেই ভুলে না যায়।

এনসিপি আহ্বায়ক বলেন, বাংলাদেশই কেবল ভারতের ওপর নির্ভরশীল নয়, ভারতও সম্পূর্ণভাবে বাংলাদেশের ওপর নির্ভরশীল।

তিনি বলেন, চুয়াডাঙ্গাতে এখনো স্বৈরাচারী আমলের মতো চাঁদাবাজি চলছে। চাঁদাবাজ, দুর্নীতি আর দখলদারে পুরো বাংলাদেশ ছেয়ে গেছে। তাই আমরা আজ চুয়াডাঙ্গাবাসীকে বলতে এসেছি, আপনারা ভয় পাবেন না। আপনার সন্তানরা সবাই মিলে রাজপথে নেমেছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তারা ভয় পায়নি। বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা দিয়েছিল, মুক্তি দিয়েছিল। আমরা নতুন করে আর ভয়ের বাংলাদেশ দেখতে চাই না।

পথসভায় উপস্থিত ছিলেন- দলটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চালীয় মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলার সদস্য সচিব সাফফাতুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এরপর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ইব্রাহিম বাবুর বাড়িতে বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতারা।

বিএসএফের গুলিতে নিহত ইব্রাহিম বাবুর ঝাঝাডাঙ্গা গ্রামের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং বিএসএফের এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিএসএফের গুলিতে নিহতের পিতা নুর ইসলাম, মাতা হাজেরা বেগম, স্ত্রী সাহিনা বেগম ও একমাত্র ৩ বছরের শিশু কন্যা আয়েসা খাতুনের পাশে বসে যাবতীয় ঘটনা শোনেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর