thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই 25, ১৪ শ্রাবণ ১৪৩২,  ৩ সফর 1447

ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের প্রমাণ মেলেনি

২০২৫ জুলাই ২৯ ২১:৩৭:২২
ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের প্রমাণ মেলেনি

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার (২৮ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলাকালীন অগ্নিকাণ্ডের প্রমাণ মেলেনি বলে জানিয়েছে তদন্ত কমিটি।

মঙ্গলবার (২৯ জুলাই) তদন্ত কমিটি জানায়, ওই দিন অগ্নিনির্বাপণ সতর্কীকরণ ব্যবস্থা সক্রিয় হয়ে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে তাৎক্ষণিকভাবে আগুন বা ধোঁয়ার সম্ভাব্য উৎসস্থল নির্ণয়ের লক্ষ্যে একাডেমির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিষয়টির গুরুত্ব বিবেচনায় একাডেমি পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটি আজ সংশ্লিষ্ট উৎসস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার এবং ফায়ার অ্যালার্ম সিস্টেমের কারিগরি বিশ্লেষণ শেষে প্রতিবেদন দাখিল করে। ওই দিন অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি মর্মে তদন্ত কমিটি নিশ্চিত হয়েছে। একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিক তৎপরতায় অ্যালার্ম বন্ধ করা হয়।

তদন্তে অ্যালার্ম বাজার সম্ভাব্য কারণ হিসেবে আর্দ্রতা, তাপমাত্রার তারতম্য এবং স্মোক ডিটেক্টরে ধুলিকণা বা পোকামাকড়ের উপস্থিতির বিষয়টি চিহ্নিত করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এমন পরিস্থিতি প্রতিরোধে এবং স্থাপনাটির গুরুত্ব বিবেচনায় তদন্ত কমিটি অগ্নিনির্বাপণ ব্যবস্থার আধুনিকায়নে সাইনেজ স্থাপন, ফায়ার সেফটি প্ল্যান গ্রহণ, সরঞ্জাম হালনাগাদকরণসহ কয়েকটি সুপারিশ করেছে।

এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলসমূহের সংলাপ চলাকালীন সোমবার (২৮ জুলাই) আনুমানিক দুপুর ১২টা ২০ মিনিটে একাডেমিতে স্থাপিত অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ফায়ার অ্যালার্ম সিস্টেম আকস্মিক সক্রিয় হয়ে পড়ে।

এ সময় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ায় বৈঠক থেকে বের হয়ে যান রাজনীতিবিদরা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর