thereport24.com
ঢাকা, সোমবার, ১১ আগস্ট 25, ২৭ শ্রাবণ ১৪৩২,  ১৬ সফর 1447

এসএমই উদ্যোক্তা গড়তে আল-আরাফাহ ব্যাংকের মাসব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

২০২৫ আগস্ট ১১ ১৭:০০:৪৯
এসএমই উদ্যোক্তা গড়তে আল-আরাফাহ ব্যাংকের মাসব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক:এসএমই উদ্যোক্তা উন্নয়নে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের এসআইসিআইপি প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান রোববার (১০ আগস্ট) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় অনুষ্ঠিত হয়।

ব্যাংকটি আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন নতুন ও আগ্রহী উদ্যোক্তার হাতে সনদ তুলে দেওয়া হয় এবং তারা নিজ নিজ ব্যবসা উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে বলেন, “উদ্যোক্তা উন্নয়ন ও এসএমই ব্যবসা সম্প্রসারণে কৌশল ও প্রযুক্তির যুগোপযোগী প্রয়োগ জরুরি।”

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, “উদ্যোক্তা হব, দেশ গড়ব—এই মূলমন্ত্র নিয়ে কাজ করলে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব।”

যুগ্ম পরিচালক মোঃ আয়ুব আলী বলেন, “উদ্যমী উদ্যোক্তাদের মাঝে ব্যাংকিং সহায়তা সম্প্রসারণের মাধ্যমে আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী (সভাপতি) ,ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর, কোর্স কো-অর্ডিনেটর সাইফ মোহাম্মদ জুলকার নাইন এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে ব্যবসায়িক ধারণা, ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক পরিকল্পনা, নৈতিকতা এবং উদ্যোক্তা মনোভাব বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা প্রদান করা হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

কর্পোরেট সংবাদ এর সর্বশেষ খবর

কর্পোরেট সংবাদ - এর সব খবর