thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

৫দিন পর গুলশান কার্যালয়ে খালেদা জিয়া

২০১৩ নভেম্বর ১৩ ২১:১৫:৫০
৫দিন পর গুলশান কার্যালয়ে খালেদা জিয়া

দিরিপোর্ট প্রতিবেদক : বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৫ দিন পর বুধবার রাত সোয়া আটটার দিকে গুলশান কার্যালয়ে আসেন। তার এই উপস্থিতিতে কার্যালয়ে নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে।

বিএনপির গুলশান কার্যলয় থেকে দিরিপোর্টের প্রতিবেদক জানান, বুধবার রাত সোয়া ৯টার দিকে গুলশান কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহাবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহাজাহান ওমর, ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও দলের ধর্ম বিষয়ক সম্পাদকঅ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

এদিকে রাত ১০টার দিকে কার্যালয়ে আসেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি ও ড.আবদুল মঈন খান।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এইচএস/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর