thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

চট্টগ্রামে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ভাঙচুর, আহত ১৫

২০১৪ এপ্রিল ০৮ ১৭:২৪:২৫
চট্টগ্রামে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ভাঙচুর, আহত ১৫

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি বিদেশি তাঁবু কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় তারা কারখানায় ভাঙচুর চালান। এতে ১৫ শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইপিজেডের ৫ নম্বর সড়কে অবস্থিত এইচ কে ডি ইন্টারন্যাশনাল কারখানায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও বেপজার কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিক নেতা ইমরান কায়েস জানান, ১৫-২০ বছর ধরে কর্মরত কয়েকজন নারী শ্রমিককে বিনা কারণে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। আজ সকালেও কয়েকজনকে চাকরিচ্যুত করার চেষ্টা করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এতে শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে কারখানার বাইরে বিক্ষোভ ও ভাঙচুর করতে থাকে।

চাকরিচ্যুত তাহেরা বেগম জানান, ‘আমি এখানে ১৪ বছর যাবৎ চাকরি করছি। আমার বেতন আগে ছিল সাত হাজার টাকা, এখন বেতন বেশি। বেতন বেশি দিতে হবে বলে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে।’

ইপিজেড থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম জানান, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানা এলাকায় বিক্ষোভ ও ভাঙচুর করে শ্রমিকরা। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/একে/সা/এপ্রিল ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর