thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

‘সব সরকারি হাসপাতালে বার্ন ইউনিট প্রতিষ্ঠা করা হবে’

২০১৪ এপ্রিল ০৮ ১৯:২০:৪৫
‘সব সরকারি হাসপাতালে বার্ন ইউনিট প্রতিষ্ঠা করা হবে’

চট্টগ্রাম অফিস : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ঢাকা চট্টগ্রামের পাশাপাশি সব সরকারি হাসপাতালে পর্যায়ক্রমে বার্ন ইউনিট প্রতিষ্ঠা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী অর্থবছরে স্বাস্থ্যসেবা খাতে দুই হাজার কোটি টাকার বাজেট বাড়ানো হবে। এ ছাড়া ২০১৫-১৬ অর্থবছরে স্বাস্থ্য খাতে বাজেট দ্বিগুণ করা হবে।’

চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

নাসিম বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার বিষয়টি প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে পারবেন। আগামী বছরই প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন।’

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শহীদুল গণি, সিভিল সার্জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের পরিচালক ড. সরফরাজ খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি (বিএমএএ) মুজিবুল হক।

(দ্য রিপোর্ট/কেএইচএস/একে/সা/এপ্রিল ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর