thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

অস্ট্রেলিয়ায় খেলছেন ভেনাস

২০১৩ নভেম্বর ১৩ ২২:০৫:১০
অস্ট্রেলিয়ায় খেলছেন ভেনাস

দিরিপোর্ট ডেস্ক : ২০১৪ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য হোবার্ট ডব্লউটিএ আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলছেন ভেনাস উইলিয়ামস। অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক কর্তৃপক্ষ; বুধবার এই তথ্য পাওয়া গেছে।

বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের আগে নিজের প্রস্তুতির অংশ হিসেবেই সাতবারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী ভেনাস এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। এ সম্পর্কে এক বিবৃতিতে ভেনাস জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ান ওপেনের মত প্রায় একই ধরনের কোর্টে হোবার্ট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়ে থাকে। আর তাই মেলবোর্নে যাবার আগে কিছু কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ভাল কিছু ম্যাচ অনুশীলনের সুযোগটি হারাতে চাই না।’

আগামী ৫-১১ জানুয়ারি অস্ট্রেলিয়ার হোবার্টে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান শীর্ষ বাছাই সামান্থা স্টোসুর হোবার্টে অশংগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

(দিরিপোর্ট২৪/এএস/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর