thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ১৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১

২০১৪ এপ্রিল ০৯ ১২:৪১:৫৪
চট্টগ্রামে ১৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় আজিজুল মুনির মাহফুজ নামে এক ব্যক্তিকে আটক করেছেন তারা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকাল ১১টার দিকে দুবাই থেকে আসা যাত্রী মাহফুজের কাছ থেকে এ সব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান জানান, দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ০৪৬ নম্বর ফ্লাইট বিমানবন্দরে পৌঁছলে যাত্রী মাহফুজের জুতার ভেতর থেকে ১ কেজি ৮৬৬ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ সব স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা বলে জানান তিনি।

আটক মাহফুজের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এফএস/কেএন/এজেড/এপ্রিল ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর