thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

শনিবার সারাদেশে ১৮ দলের বিক্ষোভ

২০১৩ নভেম্বর ১৪ ০৮:৪৮:১৯
শনিবার সারাদেশে ১৮ দলের বিক্ষোভ

দিরিপোর্ট প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির ৩ সদস্যসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। ১৮ দলীয় জোটের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ হবে দেশের প্রতিটি জেলা-উপজেলায়।

বুধবার রাত ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল ৫ দিন পর বুধবার রাত ৯টার দিকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। এসময় কার্যালয়ের বাইরে বিপুল সংখ্যক পোশাকধারী পুলিশ ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিল।

মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচনকালীন সময়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করছি। বিএনপির স্থায়ী কমিটির ৩ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু, বিশেষ সহকারী শিমুল বিশ্বাসসহ সারাদেশে অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, পুলিশ ও সরকারের আগ্রাসী ভূমিকা, দমন-পীড়ন ও সন্ত্রাস সংলাপের পথ বন্ধ করে দিয়েছে।

তিনি আরও বলেন, জনগণের দাবিকে সরকার আমলে নিচ্ছে না। দেশ যখন চরম সংকটে তখন আতশবাজির মাধ্যমে জনগণের দাবিকে ব্যঙ্গ করা হয়েছে।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার দেশের প্রতিটি জেলা-উপজেলায় ১৮ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে। জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

(দিরিপোর্ট/টিএস-এমএইচ/জেএম/এইচএসএম/নভেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর