thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

স্কটল্যান্ডে উদ্বোধন হলো নতুন মসজিদ

২০১৩ সেপ্টেম্বর ০৯ ২৩:২০:১১
স্কটল্যান্ডে উদ্বোধন হলো নতুন মসজিদ

স্কটল্যান্ডের ডান্ডিতে উদ্বোধন করা হয়েছে আল মাখতুম মসজিদ। আল মাখতুম কলেজ অব হাইয়ার এডুকেশন চত্বরে এ মসজিদটি নির্মাণে খরচ হয়েছে ১৩ লাখ ৫০ হাজার পাউন্ড। মসজিদটি উদ্বোধন করেছেন যুক্তরাজ্যে নিয়োজিত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল রহমান গানেম আল মুতাইবি। দুবাইয়ের উপ-শাসক ও অর্থমন্ত্রী শেখ হামদান

ঢাকা: স্কটল্যান্ডের ডান্ডিতে উদ্বোধন করা হয়েছে আল মাখতুম মসজিদ। আল মাখতুম কলেজ অব হাইয়ার এডুকেশন চত্বরে এ মসজিদটি নির্মাণে খরচ হয়েছে ১৩ লাখ ৫০ হাজার পাউন্ড।

মসজিদটি উদ্বোধন করেছেন যুক্তরাজ্যে নিয়োজিত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল রহমান গানেম আল মুতাইবি। দুবাইয়ের উপ-শাসক ও অর্থমন্ত্রী শেখ হামদান বিন রশিদ আল মাখতুমের সরাসরি তত্ত্বাবধান ও আর্থিক সহায়তায় নির্মিত হয়েছে এটি। মসজিদটি তিন তলাবিশিষ্ট। এর মোট আয়তন ১৬৫০ বর্গমিটার।

একই সঙ্গে এ মসজিদে নামাজ আদায় করতে পারবেন ১৬০ জন পুরুষ ও ১০০ মহিলা। এছাড়া রয়েছে সভা ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য আলাদা একটি হল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর