thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

‘শক্তি প্রয়োগ করে চুল নড়াতে হয়’

২০১৩ নভেম্বর ১৭ ১৭:০২:২০
‘শক্তি প্রয়োগ করে চুল নড়াতে হয়’

দিরিপোর্ট প্রতিবেদক : ‘যখন কেউ তার অবস্থানে অনড় থেকে বলেন, এক চুলও নড়বেন না। তখন জনগণের দাবি আদায়ের জন্য শক্তি প্রয়োগ করে চুল নড়াতে হয়।’

রাজধানীর বিয়াম মিলনায়তনে রবিবার বিবিসি বাংলা ও বিবিসি অ্যাকশন মিডিয়ার যৌথ আয়োজনে বিবিসি বাংলাদেশ সংলাপে বিরোধী দলের হরতালের পক্ষে যুক্তি উপস্থাপন করে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

হরতালে সহিংসতার দায় বিরোধী দলের নয় উল্লেখ করে তিনি বলেন, ‘হরতালের জন্য অনেকে বিরোধী দলকে দায়ী করার চেষ্টা করছেন। কিন্তু আমরা হরতাল করছি জনগণের দাবি আদায়ের জন্য। আমরা বর্তমান সরকারের সময়ে সাড়ে চার বছর শান্তিপূর্ণ হরতাল করেছি। কিন্তু এখন সরকার নিজেই এটাকে সহিংস করছে।’

তিনি অভিযোগ করে আরো বলেন, ‘এখন কেউ হরতালের মিছিল করলে তাকে সঙ্গে সঙ্গে আটক করা হচ্ছে। পুলিশ, র‌্যাব ও বিজিবির সঙ্গে আওয়ামী লীগের ক্যাডাররা হরতালকারীদের উপর নির্বিচারে গুলি করছে।’

তিনি হরতালের সহিংস ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

হান্নান শাহের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘হরতালে যেসব সহিংসতা হয়েছে তার জন্য কোন তদন্তের প্রয়োজন নেই। এ বিষয়ে তদন্ত কমিটির চেয়ে আপনারা যদি বলেন তাহলে ভিডিও ফুটেজ দেখাতে পারি। সেখানেই দেখা যাবে এগুলো কারা করছে। এছাড়া তিনিই (হান্নান শাহ) স্বীকার করে নিয়েছেন, চুল নাড়তে শক্তি প্রয়োগ করছেন।’

তিনি এ সময় নিজের আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমি নিজেও শংকিত। দেশের মধ্যে যেসব সন্ত্রাসী আছে তাদের যদি কেউ ৩০০ টাকা করে দেয়, তাহলে তারা একটি করে গাড়ি পোড়াতে রাজি আছে।’

সংলাপের অপর আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জিনাত হুদা ওয়াহিদ বলেন, ‘আমি যদি যুক্তির খাতিরে বিরোধী দলের হরতালকে যৌক্তিক বলে ধরেও নেই তারপরও কি তারা হরতালের নামে এই অযৌক্তিক, সহিংস কাজ করতে পারেন?’

বিবিসি বাংলার প্রতিনিধি ওয়ালিউর রহমান মেরাজের প্রযোজনায় এবং আকবর হোসেনের সঞ্চালনে সংলাপে আরও উপস্থিত ছিলেন দৈনিক দি নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ।

(দিরিপোর্ট/এইচআর/এমএআর/ এমডি/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর