thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

সর্বদলীয় সরকারের শপথ সোমবার, থাকছেন যারা

২০১৩ নভেম্বর ১৭ ২১:৪৪:৪১
সর্বদলীয় সরকারের শপথ সোমবার, থাকছেন যারা

দিরিপোর্ট প্রতিবেদক : প্রধান বিরোধী দল বিএনপিকে বাদ দিয়েই নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠন হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে জাতীয় পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাসদের নির্বাচিত সংসদ সদস্যদের সমন্বয়ে এ সরকার শপথ গ্রহণ করবে।

নির্বাচনকালীন সরকারে নতুন মুখ হিসেবে থাকছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির রওশন এরশাদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু, জাসদের মঈনুদ্দিন খান বাদল, স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম।

পুরানোদের মধ্যে থাকছেন জাসদের হাসানুল হক ইনু, আওয়ামী লীগের মতিয়া চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, একে খন্দকার, আবুল মাল আব্দুল মুহিত, ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফুল ইসলাম, ড. মহীউদ্দীন খান আলমগীর, ডা. দীপু মনি ও ড. আব্দুর রাজ্জাক।

এছাড়াও নতুন কয়েকজন সংসদ সদস্য এ সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। যারা সোমবার শপথ নিবেন না তারা পরে শপথ নিবেন বলে জানা গেছে।

সোমবার বিকেল ৩টায় বঙ্গবভনে সর্বদলীয় সরকারের নতুন সদস্যদের শপথ পড়ানো হবে। এ জন্য বঙ্গভবনে প্রস্তুতির কাজ চলছে। বঙ্গভবন ও প্রধানমন্ত্রী কার্যালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, জাতীয় পার্টি সোমবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে সর্বদলীয় সরকারে থাকার ঘোষণা দিতে পারে বলেও জানা গেছে।

সূত্র মতে, ১৫ থেকে ২১ সদস্যের সর্বদলীয় সরকারে আওয়ামী লীগের ১০, জাতীয় পার্টির ৭, জাসদের ২ ও ওয়ার্কার্স পার্টির একজনের নাম থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া স্বতন্ত্র থেকে নির্বাচিত একমাত্র সংসদ সদস্য ফজলুল আজিমকে রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অপর একটি সূত্র জানায়, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ সর্বদলীয় সরকারে থাকতে অনীহা প্রকাশ করেছেন। বিভিন্ন মহল থেকে তাকে এ সরকারে থাকতে অনুরোধ করা হচ্ছে। শেষপর্যন্ত তিনি সিদ্ধান্ত বদলাতে পারেন।

রবিবার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়। তবে যাদের সর্বদলীয় সরকারে রাখা হবে তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয়নি। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে যান। সেখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেটের সঙ্গে আলাপ-আলোচনা করে সর্বদলীয় সরকার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করেন শেখ হাসিনা।

(দিরিপোর্ট/এইউএ/আরএম/এসএ/বিকে/এমএআর/এমডি/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর