thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী ৮ জনেরও বেশি

২০১৩ নভেম্বর ১৮ ১৪:৪৭:০২
প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী ৮ জনেরও বেশি

বাহরাম খান, দিরিপোর্ট : আওয়ামী লীগআনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্রবিক্রি শেষ করেছে সোমবার। ৩০০ আসনের বিপরীতে বিক্রি হয়েছে ২৬০৮টি মনোনয়নপত্র। এই হিসাব অনুযায়ী গড়ে প্রতিটি আসনের জন্য আটজনের বেশি প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিযোগীর অনুপাত আরেকটু বাড়তে পারে বলে জানিয়েছেন দলটির উপদফতর সম্পাদক মৃণাল কান্তি দাস। আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়ার ক্ষেত্রে সোমবার শেষদিন ছিল। কিন্তু বিশেষ ক্ষেত্রে আর মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া হতে পারে।

মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ কখন শুরু হবে- এমন প্রশ্নের জবাবে মৃণাল কান্তি বলেন, ‘আগামী ২৪ নভেম্বর বিকাল ৩টায় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বসবেন দলীয়প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

(দিরিপোর্ট/এএস/নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর