thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

‘নির্বাচনকালীন সরকারে বিএনপির ১২ মন্ত্রী’

২০১৩ নভেম্বর ১৯ ১২:২৫:২৪
‘নির্বাচনকালীন সরকারে বিএনপির ১২ মন্ত্রী’

দিরিপোর্ট প্রতিবেদক : নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে বিএনপির ১০ থেকে ১২ জন মন্ত্রী দেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘বিএনপির তৃণমূল নেতারা নির্বাচনমুখী। এ অবস্থায় নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আশা করি তারা (বিএনপি) সর্বদলীয় সরকারে আসবে। তারা আসলে ১৬ কলা পূর্ণ হবে।’

ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টিকে ৬ থেকে ৭টি মন্ত্রিপদ দেওয়া হয়েছে। প্রয়োজনে বিএনপিকে ১০ থেকে ১২ জন মন্ত্রী দেওয়া হবে। তারা কয়টা চায় দেখি, আমরা অপেক্ষা করছি। আশা করি তারা যৌক্তিক জায়গা থেকেই চাইবে।

সর্বদলীয় সরকারে কে কে থাকছেন এবং কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন তা বিকেলের মধ্যে পরিস্কার হয়ে যাবে বলেও তিনি জানান।

(দিরিপোর্ট/আরএমএম/এমসি/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর