thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

রাষ্ট্রপতির কাছে নিজের অবস্থান তুলে ধরবেন খালেদা

২০১৩ নভেম্বর ১৯ ১৩:১১:১৭
রাষ্ট্রপতির কাছে নিজের অবস্থান তুলে ধরবেন খালেদা

দিরিপোর্ট প্রতিবেদক : মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় চলমান সঙ্কট নিরসনে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনকালীন সরকারের প্রধান নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে আহ্বান জানাবেন তিনি।

একইসঙ্গে বর্তমান নির্বাচন কমিশন বাতিলের দাবিও জানাবেন বলে বিএনপির দলীয় সূত্র জানায়।

খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব সালেহ আহমেদ দিরিপোর্টকে জানান, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য বিরোধী দলীয় নেতার নেতৃত্বে বিএনপির ২০ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে যাবেন।

প্রতিনিধি দলে থাকছেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, জামায়াত নেতা এ এন এম শামসুল ইসলাম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, এনপিপির সভাপতি গোলাম মূর্তজা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের সভাপতি এএইচএম কামরুজ্জামান খান।

এছাড়াও বিএনপির পক্ষে থাকছেন ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, লে. জেনারেল(অব.) মাহাবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান।

সোমবার বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী রাষ্ট্রপতির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের চিঠি দেওয়ার বিষয়টি জানান। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য আমরা সময় চেয়েছি।’ এর পর বঙ্গবভন থেকে সাড়ে ৬টায় সাক্ষাতের সময় পান তারা।

(দিরিপোর্ট ২৪/টিএস/এমএইচ/এমসি/জেএম/নভেম্বর, ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর