thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘১৮ দল থেকেও মন্ত্রী হচ্ছেন’

২০১৩ নভেম্বর ১৯ ১৩:৪৬:৫২
‘১৮ দল থেকেও মন্ত্রী হচ্ছেন’

দিরিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের কোনো কোনো নেতা নির্বাচনকালীন মন্ত্রিসভায় যোগ দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ১৮ দলের অনেক নেতার সঙ্গে আমাদের যোগাযোগ আছে ও হচ্ছে। তাদের কেউ কেউ সর্বদলীয় সরকারে যোগ দিলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।

সচিবালয়ে মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানার সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিবেশমন্ত্রী বলেন, সংবিধানের বাইরে গিয়ে বিরোধীদলের সঙ্গে আলোচনার সুযোগ নেই। আশা করি, বিরোধীদল সর্বদলীয় সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনাকে মেনে নিয়ে এ সরকারে যোগ দেবে।

আলোচনার আহ্বান এখনো অব্যাহত আছে ও সর্বদলীয় সরকারে বিএনপির যোগ দেওয়ার সুযোগ আছে জানিয়ে তিনি বলেন, আশা করি বিরোধীদলের শুভবুদ্ধির উদয় হবে। তার আর হরতাল ডাকবে না।

বিরোধীদল নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করার নিশ্চয়তা চায়। এ নিশ্চয়তা আমাদের ও কূটনীতিকদের পক্ষে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই প্রচার সম্পাদক।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, হরতাল ও হরতালের নামে নৈরাজ্য চায় না ইউরোপীয় ইউনিয়ন। রাষ্ট্রদূত দুদলের আলোচনার উপর গুরুত্ব দেন বলেও জানান তিনি।

আগামী জানুয়ারির মধ্যে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ দল পাঠাবে জানিয়ে মন্ত্রী বলেন, তারা ইতোমধ্যে এটা নিয়ে কাজও শুরু করেছে।

(দিরিপোর্ট২৪/আরএমএম/এএস/জেএম/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর