thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

বঙ্গভবনে খালেদার সঙ্গী জামায়াতের তিন নেতা

২০১৩ নভেম্বর ১৯ ১৩:৫৬:৪০
বঙ্গভবনে খালেদার সঙ্গী জামায়াতের তিন নেতা

দিরিপোর্ট প্রতিবেদক : বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া ২০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে এ সাক্ষাতে জামায়াতের তিন শীর্ষ নেতাও থাকছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতির সঙ্গে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার এ সাক্ষাৎ অনুষ্ঠানের কথা রয়েছে।

প্রতিনিধি দলে জামায়াতের ৩ শীর্ষ নেতা অংশ নিচ্ছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রশিবিরের সাবেক এক কেন্দ্রীয় নেতা ও বর্তমানে মহানগরী জামায়াত নেতা দিরিপোর্টকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নাজির আহমেদ, সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং চট্টগ্রাম মহানগরীর আমীর ও সংসদ সদস্য শামসুল ইসলামের মধ্য থেকে তিনজন প্রতিনিধি দলে অংশ নেবেন।

বিরোধীদলের বিরোধিতার মুখে সোমবার ৮ মন্ত্রীর শপথের মধ্য দিয়ে নির্বাচনকালীন সরকার গঠিত হয়। এ অবস্থায় রাষ্ট্রপতির শরণাপন্ন হচ্ছেন খালেদা জিয়া।

(দিরিপোর্ট/কেএ/এপি/জেএম/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর