thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ইতালিতে ঘূর্ণিঝড় ও বন্যায় ১৮ জনের প্রাণহানি

২০১৩ নভেম্বর ১৯ ১৪:১৪:৪৪
ইতালিতে ঘূর্ণিঝড় ও বন্যায় ১৮ জনের প্রাণহানি

দিরিপোর্ট ডেস্ক : ইতালির সার্দিনিয়া দ্বীপে ঘূর্ণিঝড় ক্লিওপেট্রার তাণ্ডব ও এর প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ১৪ জন নিহত ও বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন।

প্রবল বন্যায় নদীর তীর প্লাবিত হয়ে পানির তোড়ে গাড়ি ভেসে গেছে ও ব্রিজ ভেঙে পড়েছে বলে জানা গেছে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওলবিয়া শহর ও এর আশেপাশের এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওলবিয়া শহরের মেয়র গিয়ানি গিওভ্যানেলি জানান, একটি ‘রহস্যজনক’ ঝড়ে শহরটি বিধ্বস্ত হয়ে গেছে।

ওলবিয়া শহরে একটি গাড়ির উপর ব্রিজ ভেঙে পড়লে গাড়িতে থাকা তিনজনের মৃত্যু হয় বলে স্থানীয় গণ্যমাধমের প্রতিবেদনে জানা গেছে।

অন্যদিকে, বন্যার তোড়ে গাড়ি ভেসে যাওয়ায় মা ও মেয়ের মৃত্যু হয়। ব্রিজ ভেঙে চাপা পড়ে একজন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।

ভূমধ্যসাগরের ওই দ্বীপটি থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এ ব্যাপারে সার্দিনিয়া বেসামরিক নিরাপত্তা কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, ‘আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। বিগত এক দশকের মধ্যে এরকম ভয়াবহ পরিস্থিতি আর দেখিনি।’

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দ্বীপটির কৃষিখামারগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ড ইতালির বিমান চলাচলও বিঘ্নিত হয়েছে। সূত্র: বিবিসি।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ১৯,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর