thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

৬৭৩ দিন পর বঙ্গভবনে খালেদা জিয়া

২০১৩ নভেম্বর ১৯ ১৫:৪৭:৫৯
৬৭৩ দিন পর বঙ্গভবনে খালেদা জিয়া

দিরিপোর্ট প্রতিবেদক : দীর্ঘ ৬৭৩ দিন পর বঙ্গভবনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সিনিয়র নেতাদের নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেটের সঙ্গে সাক্ষাৎ করতে দেশের এক নম্বর বাড়িতে প্রবেশ করবেন তিনি।

গত বছর (২০১২) ১১ জানুয়ারি মেয়াদোত্তীর্ণ নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপির আপত্তি ও পরামর্শ তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে জানাতে দলের একটি প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে যান দেশের সাবেক এই প্রধানমন্ত্রী।

তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে ওই সময় খালেদা জিয়া বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট ও সমস্যার প্রধান কারণ বর্তমান সরকারের নিজেদের অধীনে নির্বাচনের চেষ্টা। সরকারের এই পদক্ষেপে দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। সব রাজনৈতিক দলও এতে অংশগ্রহণ করবে না। ফলে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হবে। যা দেশের গণতন্ত্রের জন্য সুখকর নয়। সেজন্য সবার আগে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা মীমাংসা করা উচিত। এই সমস্যার সঠিক সমাধান হলেই আলোচনার ভিত্তিতে গ্রহণযোগ্য লোকদের নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করা যাবে। কারণ দেশের প্রধান রাজনৈতিক সমস্যা নির্বাচন কমিশন নয়। এ ব্যাপারে রাষ্ট্রপতি হিসেবে আমরা আপনার প্রভাব ও ভূমিকা দেখতে চাই।

জবাবে তৎকালীন রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান বিরোধীদলীয় নেতাকে তার অপারগতা ও সাংবিধানিক বাধ্যবাধকতার কথা তুলে ধরে বলেন, আমি সংবিধানের বাইরে কিছুই করতে পারবো না। দুঃখিত।

বিএনপি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলমান রাজনৈতিক সংকট নিরসনে তার ভূমিকা রাখার জন্য চাপ দেবেন। তিনি সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনকালীন সরকারের প্রধান নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে আহ্বানও জানাবেন। একইসঙ্গে বর্তমান নির্বাচন কমিশন বাতিলের দাবিও জানাবেন।

বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ দিরিপোর্টকে জানান, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার নেতৃত্বে বিরোধী দলের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে যাবেন।

প্রতিনিধিদলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান।

এ ছাড়াও ১৮ দলীয় জোটের মধ্যে এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক, জামায়াত নেতা অধ্যাপক একেএম নাজির আহমেদ, এ এন এম শামসুল ইসলাম এমপি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, এনপিপির সভাপতি গোলাম মুর্তজা, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের সভাপতি এএইচএম কামরুজ্জামান খান ও এনপিপি চেয়ারম্যান শওকত হোসেন নিলু।

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সোমবার রাষ্ট্রপতির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের চিঠি দেওয়ার বিষয়টি জানান। তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য আমরা সময় চেয়েছি। এরপর বঙ্গবভন থেকে সাড়ে ৬টায় সাক্ষাতের সময় পান তারা।

(দিরিপোর্ট/টিএস/এএস/এমডি/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর